‘চট্টগ্রামে ফাইজার ভ্যাকসিন সংরক্ষণে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে’
চট্টগ্রামে ফাইজারের ভ্যাকসিন সংরক্ষণে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
আজ সোমবার দ্য ডেইলি স্টারকে টেলিফোনে তিনি এ কথা জানান।
ডা. সেখ ফজলে রাব্বি বলেন, 'গত ১৮ আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় ইউনিসেফের একটি টিম চট্টগ্রামে এসেছিল। ফাইজারের ভ্যাকসিন রাখার জন্যে যে ব্যবস্থা, সেগুলো তারা পর্যবেক্ষণ করে গেছেন। চট্টগ্রামে স্টোরেজ স্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তারা দ্রুত স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিবে।'
'আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রামে ফাইজার ভ্যাকসিন সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে', যোগ করেন তিনি।
আজ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, সেপ্টেম্বরের মধ্যেই দেশে ফাইজারের আরও ৬০ লাখ ডোজ টিকা আসবে।
এর আগে, ইপিআই স্টোরগুলোতে মাইনাস ৭০ ডিগ্রি তাপমাত্রা ব্যবস্থা না থাকায় চট্টগ্রামের জনগণ যুক্তরাষ্ট্রের ফাইজার টিকা দিতে পারেননি বলে জানান সিভিল সার্জন।
Comments