ফ্লাইট চালুর বিষয়ে ভারত থেকে এখনও চিঠি পায়নি বেবিচক
ভারতের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এখনও কোনো চিঠি পায়নি। বেবিচকের এক শীর্ষ কর্মকর্তা আজ বৃহস্পতিবার দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চালুর বিষয়ে ভারতের কাছ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক উত্তর পাওয়া যায়নি।'
এ কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা ও নভোএয়ারকেও এ বিষয়ে বেবিচক কোনও নির্দেশনা দিতে পারেনি।
এতে চিকিৎসার উদ্দেশ্যে ভারতে যাওয়া শত শত বাংলাদেশির দেশে ফিরে আসায় অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাছাড়া, চিকিৎসা নিতে ভারতে যাওয়ার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা অনেক বাংলাদেশিও অনিশ্চয়তার মধ্যে আছেন।
গত ১৭ আগস্ট পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল ২০ আগস্ট থেকে আবার শুরু হবে। যাত্রী ও পণ্য পরিবহনের সুবিধার কথা বিবেচনা করে বাংলাদেশের অনুরোধের ভিত্তিতে ভারত পুনরায় কার্যক্রম শুরু করতে সম্মত হয়েছে বলে জানিয়েছিলেন তিনি।
এর আগে, ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তরের (ডিজিসিএ) কাছে একটি চিঠি পাঠিয়ে এয়ার বাবল চুক্তির আওতায় ১১ আগস্ট থেকে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু করার অনুমোদন চেয়েছিল বেবিচক।
বেবিচকের সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন) গ্রুপ ক্যাপ্টেন চৌধুরী এম জিয়া উল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'কিন্তু, আমরা এখনও ভারতের পক্ষ থেকে চিঠির কোনো উত্তর পাইনি। এ কারণে আমাদের পক্ষে এখনই বলা কঠিন যে, আগামীকাল থেকে দুই দেশের মধ্যে ফ্লাইট পুনরায় চালু হবে কি না।'
এদিকে, আগামী ২২ আগস্ট থেকে কলকাতা ও দিল্লিতে ফ্লাইট পরিচালনার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিমান। এ বিষয়ে জানতে চাইলে জিয়া উল কবির জানান, তিনি এ বিষয়ে জানেন না।
বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. আবু সালেহ মোস্তফা কামাল দ্য ডেইলি স্টারকে জানান, ভারতের সঙ্গে ফ্লাইট চালুর জন্য তারা এখনও বেবিচক থেকে কোনো নির্দেশনা পাননি।
২২ আগস্ট থেকে ভারতে ফ্লাইট চালুর ঘোষণার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, 'দেশের অন্যান্য এয়ারলাইন্সের মতো আমরাও ফ্লাইট পরিচালনার প্রস্তুতির অংশ হিসেবে এটি ঘোষণা করেছি।'
ইউএস-বাংলা এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম জানান, তাদের সবাইকে ভারতের সঙ্গে ফ্লাইট পুনরায় চালুর ব্যাপারে চিঠি পাঠানো হলেও, তারা এখনও এ বিষয়ে বেবিচক থেকে কোনো নির্দেশনা পাননি।'
তিনি বলেন, 'একজন যাত্রীকে তার ফ্লাইটে ওঠার ৭২ ঘণ্টার মধ্যে কোভিড -১৯ পরীক্ষাসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। আমরা এখনও বেবিচক থেকে এ ব্যাপারে কোনো স্পষ্ট ও সম্পূর্ণ নির্দেশনা পাইনি।'
ভারতীয় সূত্রে জানা গেছে, ভারতের বেসামরিক বিমান পরিবহন অধিদপ্তর আগামী সপ্তাহ থেকে বাংলাদেশের সঙ্গে ফ্লাইট চালুর ব্যাপারে সম্মতি দিতে পারে।
Comments