২০ আগস্টের মধ্যে ভারতের সঙ্গে ফ্লাইট চালু: পররাষ্ট্রমন্ত্রী
ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তির অধীনে আগামী ২০ আগস্টের মধ্যে ফ্লাইট চালু হতে যাচ্ছে।
আজ মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠান শেষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
কবে থেকে ভারতের সঙ্গে ফ্লাইট চালু হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এটা আগামী ২০ তারিখের মধ্যে শুরু হবে।'
'ভারতে চিকিৎসার জন্য দেশে অনেক রোগী অপেক্ষা করছেন' উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, 'এ অবস্থায় আমাদের ভারতকে অনুরোধ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তাই, তাদের ধন্যবাদ যে তারা আমাদের অনুরোধ রেখেছে।'
'আমরা আশা করছি ২০ তারিখের মধ্যে এয়ার বাবল চুক্তির অধীনে ফ্লাইট চালু হবে,' বলেন তিনি।
Comments