পঙ্গু হাসপাতালে র‍্যাবের অভিযানে ৯ দালাল আটক

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে নয় দালালকে সাজা দিয়েছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। ছবি: সংগৃহীত

ঢাকার শ্যামলীতে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) সংঘবদ্ধ দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে নয় দালালকে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে সোয়া ৮টা পর্যন্ত পঙ্গু হাসপাতাল নামে পরিচিত নিটোরে অভিযান চলে। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'গোয়েন্দা তথ্য ও ভুক্তভোগীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এবং হাসপাতাল কর্তৃপক্ষের সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে। দালাল চক্রের নয় জনকে আটক করে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।'

তিনি জানান, রোগীরা পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগের গেটের সামনে এলেই সংঘবদ্ধ দালালরা তাদেরকে টার্গেট করে। তারা রোগীদের বলে যে, এখানে ভালো চিকিৎসা হয় না, খরচ বেশি। তাদের (দালাল) সঙ্গে গেলে কম খরচে ভালো মানের চিকিৎসাসেবা পাওয়া যাবে।

রোগীর স্বজনদের এভাবে বিভ্রান্ত করে দালাল চক্রটি রোগীদের নিম্নমানের বেসরকারি হাসপাতালে ভাগিয়ে নিয়ে মোটা অংকের অর্থ হাতিয়ে নিয়ে নিতো। আবার সেখানে রোগীদের অবস্থার অবনতি হলে তাদের নিটোরে এনে দিত দালালরা। এরকম চারটি অভিযোগ তদন্ত করার পর আজ অভিযান চালায় র‍্যাব।

হাসপাতাল পরিচালক অধ্যাপক আবদুল গণি মোল্লা দ্য ডেইলি স্টারকে জানান, অনেক ভুক্তভোগীই এই ধরনের অভিযোগ করেছেন। আজ র‍্যাব অভিযান চালিয়ে দালাল চক্রের কয়েকজনকে আটক করেছে।

Comments

The Daily Star  | English

Plane with 181 on board crashes in South Korea; death toll rises to 120

A bird strike and adverse weather conditions cited as likely causes

5h ago