দ্বিতীয় রাউন্ডে হেরে টোকিও অলিম্পিক থেকে বিদায় রোমান সানার

টোকিও অলিম্পিক থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের আর্চার রোমান সানা। প্রথম রাউন্ডে গ্রেট ব্রিটেনের টম হলের বিপক্ষে দারুণ জয় তুলে নেওয়ার পর দ্বিতীয় রাউন্ডে ক্রিস্পিন দুয়েনাসের বিপক্ষে পেরে ওঠেননি তিনি। ফলে রোমানের স্বপ্ন যাত্রা শেষ হলো দ্বিতীয় রাউন্ডেই।

মঙ্গলবার টোকিওর ইয়োমেনোসিমা আর্চারি গ্রাউন্ডে রিকার্ভ এককের দ্বিতীয় রাউন্ডে রাউন্ডে ক্রিস্পিন দুয়েনাসের ৪-৬ সেট পয়েন্টে হেরে যান রোমান সানা।

মূলত অভিজ্ঞতার কাছেই হেরে যান রোমান। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অনেকবার খেললেও অলিম্পিকে মঞ্চে এবারই প্রথম খেলছেন তিনি। অন্যদিকে এর আগে দুটি (২০১২ ও ২০১৬) অলিম্পিক খেলেছেন ক্রিস্পিন। তবে বিশ্ব র‍্যাঙ্কিংয়ে তার চেয়ে এগিয়ে ছিলেন রোমান। ক্রিস্পিনের অবস্থান যেখানে ৩৬তম সেখানে রোমানের অবস্থান ২৫তম। কিন্তু স্নায়ু চাপ ধরে না পেরেই হেরে যান এ বাংলাদেশি।

এদিন অবশ্য শুরুটা ভালো করেছিলেন রোমান। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে না পারার খেসারত দিতে হয় তাকে। প্রথম সেটে ২৬-২৫ পয়েন্টের ব্যবধানে জয় পেয়েছিলেন তিনি। কিন্তু পরের দুই সেট হেরে যান ২৫-২৮ ও ২৭-২৯ পয়েন্টের ব্যবধানে।

তবে চতুর্থ রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন রোমান। ২৭-২৬ পয়েন্টের ব্যবধানে জিতে সেট পয়েন্ট ৪-৪ এ সমতায় আনেন তিনি। কিন্তু পঞ্চম সেটে গিয়ে ফের গুলিয়ে ফেলেন এ আর্চার। প্রথম তীরে ৯ পয়েন্ট পেলেও পরের ২টি তীরে আসে ৮ করে। অন্যদিকে ক্রিস্পিন প্রথম তীরে ৭ তুললেও পরের দুটি তীরে যথাক্রমে ১০ ও ৯ তুলে শেষ পর্যন্ত ২৫-১৬ ব্যবধানে জয় তুলে নেন।

Comments

The Daily Star  | English

Neighbours’ support over Rohingya crisis remains minimal: foreign adviser

'During the last eight years, the amount of or the level of support that we expected from our neighbours has not been forthcoming'

1h ago