টোকিও অলিম্পিকস, চতুর্থ দিন: পদক জিতলেন যারা

টোকিও অলিম্পিকের চতুর্থ দিনে আজ নিষ্পত্তি হয় ১৪টি খেলা- আর্টেস্টিক জিমনাস্টিক, সফট বল, কানোয় স্লালোম, সাইক্লিং মাউন্টেন বাইক, ডাইভিং, ইকুয়েস্ট্রেইন, ফেন্সিং, জুডো, শুটিং, সার্ফিং, সাঁতার, তায়কোয়ান্দো, ট্রিয়াথ্লন ও ভারোত্তোলনের মোট ২২টি ডিসিপ্লিনের।

চতুর্থ দিনে পদক তালিকায় ফের শীর্ষে উঠে এসেছে জাপান। ১০টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জ নিয়ে মোট ১৮টি পদক নিয়ে শীর্ষে উঠেছে তারা। দ্বিতীয় স্থানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র পেয়েছে ৯টি স্বর্ণ ও ৮টি করে রৌপ্য ও ব্রোঞ্জসহ মোট ২৫টি পদক। ৯টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জ নিয়ে মোট ২১টি পদক পেয়ে চীন রয়েছে তৃতীয় স্থানে। ৭টি করে স্বর্ণ-রৌপ্য ও ৪টি ব্রোঞ্জ নিয়ে মোট ১৮টি পদক জিতে রাশিয়ান অলিম্পিক কমিটি আছে চতুর্থ স্থানে।

ইকুয়েস্ট্রেইন

ঘোড়দৌড়ের ড্রেসেজ দলগত ইভেন্টে স্বর্ণ পদক জিতেছে জার্মানি। ৮১৭৮.০ পয়েন্ট পেয়ে প্রথম হয় তারা। ৭৭৪৭.০ পয়েন্ট পেয়ে রৌপ্য পদক জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে ফ্রেত ব্রিটেন। 

সফটবল

দারুণ বিস্ময় উপহার দিয়ে সফটবলে চ্যাম্পিয়ন হয়েছে জাপান। ফাইনালে ফেভারিট মার্কিন যুক্তরাষ্ট্রকে ২-০ ব্যবধানে হারিয়েছে তারা। শুরুতেই লিড পেয়ে যায় জাপান। পরে আরও একটি রান যোগ করেন ইয়ামাকোতো ইয়ু। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে কানাডা।

তায়কোয়ান্দো

পুরুষদের হেভিওয়াট +৮০ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছে রাশিয়ান অলিম্পিক কমিটির ভ্লাদিস্লাভ লারিন। ফাইনালে মেসিডোনিয়ার দেজান জর্জিয়েভস্কিকে ১৫-৯ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক পান তিনি।। ব্রোঞ্জ পদক জিতেছেন কিউবার রাফায়েল আলবা কাস্তিলো ও দক্ষিণ কোরিয়ার ইনকিও-ডন।  

আর্টিস্টিক জিমনাস্টিক

নারীদের দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে রাশিয়ান অলিম্পিক কমিটি। ১৬৯.৫২৮ পয়েন্ট পেয়ে প্রথম হয় তারা। রৌপ্য পদক পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। গ্রেস ম্যাককালামের সৌজন্যে শুরুতে এগিয়ে ছিল যুক্তরাষ্ট্রই। তবে জর্ডান চিলেস খুব ভালো না করতে পারায় রাশিয়াকে লিড এনে দেন ভিক্তোরিয়া লিসতুনোভা। এরপর মার্কিন তরুণী সুনিসা লি ভালো করলেও জয়ের জন্য প্রয়োজনীয় স্কোর করেন রাশিয়ার আঞ্জেলিনা মেলনিকোভা। এ ইভেন্টে ব্রোঞ্জ পায় গ্রেট ব্রিটেন।

তায়কোয়ান্দো

নারীদের হেভিওয়েট +৬৭ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছে সার্বিয়ার মিলিকা মানদিচ। ফাইনালে দক্ষিণ কোরিয়ার লি দা-বিনকে ১০-৭ পয়েন্টের ব্যবধানে হারান এ সার্বিয়ান। এ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন ফ্রান্সের আলথেয়া লাউরিন ও গ্রেট ব্রিটেনের বিয়ানকা ওয়ালডান। 

ভারোত্তোলন

নারীদের ৬৪ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন কানাডার মাউদি ক্যারন। ২৩৬ কেজি ভার তুলে এ পদক পান তিনি। স্ন্যাচে ১০৫ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১৩১ কেজি ভার তোলেন তিনি। ২৩২ কেজি ভার তুলে রৌপ্য পদক জিতেছেন ইতালির জিওর্জিয়া বোর্দিগনোন। চাইনিজ তাইপের চেন ওয়েন-হুই জিতেছেন ব্রোঞ্জ।  

ফেন্সিং

নারীদের দলগত এপেতে স্বর্ণ জিতেছে জুলা বেলিয়াজেভা, ক্যাটরিনা লেহিস ও এরিকা কির্পুর এস্তোনিয়া। ফাইনালে তারা হারিয়েছে ফেভারিট দক্ষিণ কোরিয়াকে। ৩৬-২১ পয়েন্টের ব্যবধানে জয় পায় এস্তোনিয়া। চীনকে হারিয়ে এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে ইতালি। 

জুডো

পুরুষদের -৮১ কেজি ইভেন্টে স্বর্ণ জিতেছেন জাপানের নাগাসে টাকানোরি। ফাইনালে মঙ্গোলিয়ার সায়েদ মোলায়েইকে হারিয়ে এ পদক পান তিনি। সমান তালে লড়াই হওয়া এ প্রতিদ্বন্দ্বিতায় শেষ দিকে একটি ওয়াজা-আরি পেয়ে জয় লাভ করেন তিনি। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক পেয়েছেন বেলারুশের ম্যাথিয়াস কেসে ও অস্ট্রিয়ার শামিল বোর্চাশভিলি।

জুডো

নারীদের ৬৩ কেজি ইভেন্টে স্বর্ণ ফ্রান্সের ক্লারিসে আগবেগনেনু। ফাইনালে স্লোভাকিয়ার টিনা ট্রস্টেনজাককে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। একটি ওয়াজা-আরি পেয়ে অলিম্পিক প্রথম স্বর্ণ জিতেন তিনি। ব্রোঞ্জ পদক পেয়েছেন কানাডার ক্যাথরিন বেয়াচেমিন-পিনার্ড ও ইতালির মারিয়া কেনত্রাচ্চিও।

ভারোত্তোলন

নারীদের ৫৯ কেজি বিভাগে স্বর্ণ জিতেছেন চাইনিজ তাইপের কুও সিং-চুন। ২৩৬ কেজি ভার তুলে এ পদক পান তিনি। স্ন্যাচ এবং ক্লিন অ্যান্ড জার্কে উভয়েই ১০৩ কেজি করে ভার তোলেন তিনি। ২১৭ কেজি ভার তুলে রৌপ্য পদক জিতেছেন তুর্কমেনিস্তানের পোলিনা গুরেভা। এ ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন জাপানের আন্দো মিক্কো।

সার্ফিং

নারীদের শর্টবোর্ডে স্বর্ণ পদক জিতেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কারিসা মুর। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিয়ানকা বুইটেন্ডাগকে ১৪.৯৩-৮.৪৬ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক পান এ মার্কিন তরুণী। জাপানের আমুরো টিসুজুকি জিতেছেন ব্রোঞ্জ পদক।

কানোয় স্লালোম

নারীদের কে-১ ইভেন্টে স্বর্ণ জিতেছেন জার্মানির রিকার্ডা ফাঙ্ক। ১০১.৫০ মিনিট সময় নিয়ে রেস শেষ করেন তিনি। স্পেনের মাইয়ালেন চৌরাউত জিতেছেন রৌপ্য পদক। এ প্রতিযোগিতার ফেভারিট অস্ট্রেলিয়ার জেসিকা ফক্স জিতেছেন ব্রোঞ্জ। শুরুটাও করেছিলেন ফেভারিটের মতোই। তবে চতুর্থ গেটে দুই সেকেন্ড পেনাল্টি পাওয়ায় পিছিয়ে যান তিনি। তারপরও স্বর্ণ জয়ের দিকেই এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু আরও এক সেকেন্ড পেনাল্টি পাওয়ায় তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাকে। স্লোভাকিয়ার এলিস্কা মিনতালোভা দ্বিতীয় হয়ে রেস শেষ করেছিলেন। কিন্তু একটি গেট মিস করায় বাতিল করা হয় তাকে।

মাউন্টেন বাইক

মাইন্টেন বাইকে নারীদের ক্রস কান্ট্রি ইভেন্টে সুইজারল্যান্ডের একক রাজত্ব চলেছে। এ ইভেন্টের তিনটি পদকই জিতেছেন সুইসরা। ১ ঘণ্টা ১৫.৪৬ মিনিট সময় নিয়ে স্বর্ণ জিতেছেন জোলান্দা নেফ। তার চেয়ে ১.১১ মিনিট বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন সিনা ফ্রেই। ব্রোঞ্জ পদক পেয়েছেন লিন্ডা ইন্ডেরগান্ড। 

সার্ফিং

প্রথম ওয়েভেই নিজের বোর্ড ভেঙে যায় ব্রাজিলের ইতালো ফেরেইরার। সেই ফেরেইরাই শেষ পর্যন্ত পুরুষদের শর্টবোর্ডে স্বর্ণ পদক জিতে নিয়েছেন। ফাইনালে জাপানের ইগারাশি কানোয়াকে ১৫.১৪-৬.৬০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক পান এ ব্রাজিলিয়ান। অস্ট্রেলিয়ার ওয়েন রাইট জিতেছেন ব্রোঞ্জ পদক। 

শুটিং

মিক্সড ১০ মিটার এয়ার রাইফেল দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের মেরি টাকার ও লুকাস কোজেনিস্কি জুটিকে ১৭.০-১৩.০ পয়েন্টের ব্যবধানে হারিয়ে এ পদক জিতে নেন চীনের ইয়াং কিয়ান ও ইয়াং হাওরান জুটি। ১০ সিরিজ শেষে দুই দলের পয়েন্ট ছিল সমান ৯-৯। শেষ দিকে এগিয়ে যান চাইনিজ জুটি। রাশিয়ান অলিম্পিক কমিটির ইউলিয়া কারিমোভা ও সের্জেই কামেন্সকি জুটি পেয়েছেন ব্রোঞ্জ পদক।

ডাইভিং

নারীদের ১০ মিটার প্লাটফর্ম সিঙ্ক্রো ইভেন্টে স্বর্ণ জিতেছে চীন। ৩৬৩.৭৮ পয়েন্ট পেয়ে প্রথম হন চীনের চেন ইউজি ও ঝ্যাং জিয়াকি জুটি। রৌপ্য পদক পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জেসিকা পারাত্তো ও ডিলানি স্কোনেল। ব্রোঞ্জ পদক পেয়েছেন মেক্সিকোর গ্যাব্রিয়েলা আগুন্দেজ ও আলেহান্দ্রা ওরোজকো জুটি।

সাঁতার

নারীদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সবার দৃষ্টি ছিল দক্ষিণ আফ্রিকার টাটজানা স্কোয়েনমেকার ও মার্কিন যুক্তরাষ্ট্রের লিলি কিংয়ের উপর। কিন্তু তাদের ছাপিয়ে বিস্ময়করভাবে এ ইভেন্টে স্বর্ণ জিতে নিয়েছেন আরেক মার্কিন সাঁতারু লিডিয়া জ্যাকোবি। ১ মিনিট ৪.৯৫ সেকেন্ডে রেস শেষ করেন এ মার্কিন তরুণী। রৌপ্য জিতেছেন স্কোয়েনমেকার। কিংকে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্রোঞ্জ পদক নিয়ে। 

সাঁতার

পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বিস্ময় উপহার দিয়েছেন দুই রাশিয়ান। বিশ্ব রেকর্ডধারী রায়ান মার্ফি ছিলেন এ ইভেন্টের ফেভারিট। কিন্তু তাকে পেছনে ফেলে স্বর্ণ জিতে নিয়েছেন রাশিয়ান অলিম্পিক কমিটির ইভগেনি রিলোভ। নতুন ইউরোপিয়ান রেকর্ড ৫১.৯৮ সেকেন্ড সময় নিয়ে এ পদক জিতে নেন তিনি। রৌপ্যও গিয়েছে রাশিয়া। ক্লিমেন্ট কোলেসনিকোভ দ্বিতীয় হয়েছেন। প্রথম ৫০ মিটার মাত্র ২৫.১৩ সেকেন্ডে পারি দিয়েছিলেন তিনি। ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে মার্ফিকে।

শুটিং

মিক্সড ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড ডাবলে স্বর্ণ জিতেছে চীন। ফাইনালে রাশিয়ান অলিম্পিক কমিটির ভিতালিনা বাতসারাসস্কিনা ও আর্তেম চেরনোউসোভকে ১৬-১৪ পয়েন্টের ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান দখল করেন চীনের জিয়াং রানজান ও প্যান উই। এ ইভেন্টে তৃতীয় হয়েছেন ইউক্রেনের ওলেনা কসতেভিচ ও ওলেহ ওমেলচুক।

সাঁতার

নারীদের ১০০ মিটার ব্যাকস্ট্রোকে স্বর্ণ জিতেছেন অস্ট্রেলিয়ার কাইলি ম্যাককোয়েন। নতুন অলিম্পিক রেকর্ড গড়ে এ পদক জয় করেন তিনি। ৫৭.৪৭ সেকেন্ডে রেস শেষ করেন তিনি। তারচেয়ে ০.২৫ সেকেন্ড বেশি সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন কানাডার কাইল মেসে। এ ইভেন্টে তৃতীয় হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রিগান স্মিথ।

সাঁতার

পুরুষদের ২০০ মিটার ফ্রিস্টাইলে স্বর্ণ জিতেছেন গ্রেট ব্রিটেনের থমাস ডিন। ১ মিনিট ৪৪.২২ সেকেন্ড সময় নিয়ে প্রথম হন তিনি। এ ইভেন্টে রৌপ্য পদকও গিয়েছে ব্রিটেনে। ডানকান স্কট ০.০৪ সেকেন্ড বেশি সময় নিয়ে দ্বিতীয় হয়েছেন। ব্রোঞ্জ পদক পেয়েছেন ব্রাজিলের ফের্নান্দো স্কেফার। মজার ব্যাপার এ ইভেন্টে ১৫০ মিটার পর্যন্ত এগিয়ে থেকেও সপ্তম হয়েছেন দক্ষিণ কোরিয়ার হুয়াং সান-উ। 

ট্রিয়াথ্লন

বারমুডার হয়ে এদিন ইতিহাস গড়েছেন ফ্লোরা ডাফি। দেশের হয়ে অলিম্পিক ইতিহাসে প্রথম স্বর্ণ পদক জিতে নেন তিনি। নারীদের অলিম্পিক ডিসটেন্সে ১ ঘণ্টা ৫৫.৩৬ সেকেন্ড সময় নিয়ে রেস শেষ করেন তিনি। শুরুতে পিছিয়ে থাকলেও শেষ ৫ কিলোমিটারে এগিয়ে গিয়ে স্বর্ণ জিতে নেন তিনি। এ ইভেন্টে রৌপ্য জিতেছেন জর্জিয়া টেইলর-ব্রাউন। সাঁতার ও সাইক্লিং পর্ব শেষে রেসে এগিয়ে ছিলেন তিনিই। ব্রোঞ্জ পেয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কেটি জেফারস।

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

55m ago