অলিম্পিক ফুটবল: জয় পেয়েছে স্পেন-জার্মানি

টোকিও অলিম্পিকের শুরুটা ভালো হয়নি অন্যতম দুই জায়ান্ট দল স্পেন ও জার্মানির। প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল মিশরের সঙ্গে ড্র করে স্পেন। আর ব্রাজিলের কাছে হেরেই যায় জার্মানি। তবে দ্বিতীয় ম্যাচে এসে জয়ের দেখা পেয়েছে দুই দলই অস্ট্রেলিয়াকে হারিয়েছে স্পেন। আর সৌদি আরবের বিপক্ষে জয় পেয়েছে জার্মানি।

রোববার সাপ্পোরো দোম স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-২৩ দলকে ১-০ গোলের ব্যবধানে হারায় স্পেন অনূর্ধ্ব-২৩ দল। ইয়োকোহোমার নিশান স্টেডিয়ামে 'ডি' গ্রুপের ম্যাচে সৌদি আরব অনূর্ধ্ব-২৩ দলকে ৩-২ গোলে পরাজিত করেছেন জার্মানি অনূর্ধ্ব-২৩ দল।

এদিন জমাট রক্ষণ শৈলী উপহার দিয়ে স্পেনকে প্রায় রুখে দিয়েছিল অস্ট্রেলিয়া। ৮১ মিনিট পর্যন্ত তাদের গোলবঞ্চিত রেখেছিল। অথচ ৭৩ শতাংশ বল পায়ে রেখে খেলেছিল স্প্যানিশরা। শট নেয় ১৫টি, যার ৫টি ছিল লক্ষ্যে। এতো কিছু করেও গোল পাচ্ছিল না দলটি।

তবে ৮১তম মিনিটে ডেডলক ভাঙেন মার্টিন ওয়ারজাবাল। বদলি খেলোয়াড় আসেনসিওর ক্রস থেকে দারুণ এক হেডে লক্ষ্যভেদ করেন রিয়াল সোসিয়েদারের এ ফরোয়ার্ড। শেষ পর্যন্ত এ গোলই ম্যাচের নিষ্পত্তি করে দেয়।

অপর ম্যাচে জার্মানির বিপক্ষে দারুণ লড়াই করেও হারে সৌদি আরব। ম্যাচের দ্বাদশ মিনিটে নাদিম আমিরির গোলে এগিয়ে যায় জার্মানি। ৩০তম মিনিটে সৌদিকে সমতায় ফেরান সামি আল-নাজি। তবে প্রথমার্ধের শেষ দিকে র‍্যাগনার আকের গোলে ফের পিছিয়ে পরে তারা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটেই সমতায় ফেরে সৌদি আরব। এ গোলটিও করেন সামি। তবে ৭৫তম মিনিটে ফেলিক্স উদুওখাইয়ের গোলে ফের এগিয়ে যায় জার্মানরা। শেষ পর্যন্ত এ গোলই ম্যাচ নির্ধারণ করে দেয়। তবে এর আগে ৬৭তম মিনিটে আমস পিপার লাল কার্ড দেখলে শেষ দিকে ১০ জন নিয়ে খেলতে হয় ফ্রান্সকে।

নিজদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার স্পেন লড়বে আর্জেন্টিনার বিপক্ষে। একই ফ্রান্সের প্রতিপক্ষ আইভরি কোস্ট।

Comments

The Daily Star  | English

People will have to take to the streets for voting rights: Fakhrul

People will have to take to the streets like they did on August 5 to realise their voting rights, said BNP Secretary General Mirza Fakhrul Islam Alamgir today

43m ago