অলিম্পিক ফুটবল: ব্রাজিলকে রুখে দিয়েছে আইভরি কোস্ট
টোকিও অলিম্পিক ফুটবলের প্রথম ম্যাচে দারুণ জয়ের আসর শুরু করেছিল ব্রাজিল। শক্তিশালী জার্মানিকে সহজেই হারিয়েছিল তারা। তবে দ্বিতীয় ম্যাচে এসে হোঁচট খেয়েছে দলটি। আইভরি কোস্টের সঙ্গে ড্র মেনে মাঠ ছাড়তে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
ইয়োকোহামার নিশান স্টেডিয়ামে রোববার আইভরি কোস্টের সঙ্গে গোলশূন্য ড্র করে ব্রাজিল। ম্যাচে প্রায় এক ঘণ্টা ১০ জন নিয়ে খেলতে হয়েছে দলটিকে।
তবে ম্যাচের চতুর্থ মিনিটেই পিছিয়ে পড়তে পারতো ব্রাজিল। একেবারের ফাঁকায় বল পেয়েও বাইরে মারেন ম্যাক্স-আলাইন গ্রাদেল। তবে ১৪তম মিনিটে বড় ধাক্কা খায় ব্রাজিল। লক্ষ্যের দিকে গিয়ে যাওয়া ইউসুফ দাওকে পেছন থেকে ফাউল করলে ভিএআরে যাচাই করে ডগলাস লুইসকে লাল কার্ড দেখান রেফারি।
৩২তম মিনিটে ব্রাজিলের ত্রাতা গোলরক্ষক সান্তোস। বাঁ প্রান্তে ফাঁকায় বল পেয়ে জোড়া শট নিয়েছিল ফ্রাঙ্ক কেসি। কিন্তু ঝাঁপিয়ে পড়ে তার শট ঠেকান ব্রাজিলিয়ান গোলরক্ষক। ৪৩তম মিনিটে ফেরান আমাদ দিয়াল্লোর দূরপাল্লার জোরালো শট।
৬২তম মিনিটে সুযোগ ছিল ব্রাজিলের। ব্রুনো গিমারেসের ক্রস থেকে ফাঁকায় হেড দেওয়ার সুযোগ পেয়েছিলেন ম্যাথিয়াস কুনহা। কিন্তু তার হেড গোলরক্ষক বরাবর যাওয়া তা সহজেই লুফে নেন এলিজার ইরা। ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে বহিষ্কার হন আইভরি কোস্টের কৌসি এবেউ।
শেষ দিকে গোল করার চেষ্টা চালিয়েছিল দুই দলই। কিন্তু গোল না হওয়ায় ড্র মেনেই মাঠ ছাড়তে হয় দুই দল।
গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার সৌদি আরবের মুখোমুখি হবে ব্রাজিল। একই দিনে আইভরি কোস্ট মুখোমুখি হবে জার্মানির।
Comments