অলিম্পিক ফুটবল: মিশরকে হারিয়ে আর্জেন্টিনার প্রথম জয়
টোকিও অলিম্পিকে এবার নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার সঙ্গে হেরে শুরু করেছিল দুইবারের স্বর্ণজয়ী আর্জেন্টিনা অনূর্ধ্ব-২৩ দল। তবে আশার কথা ঘুরে দাঁড়িয়েছে দলটি। দ্বিতীয় ম্যাচে মিশর অনূর্ধ্ব-২৩ দলকে বিপক্ষে জয় তুলে নকআউট পর্বে খেলার আশা জিইয়ে রেখেছে তারা।
রোববার সাপ্পোরো দোমে স্টেডিয়ামে 'সি' গ্রুপের ম্যাচে মিশরকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের একমাত্র গোলটি আসে ফাকুন্দো মেদিনার কাছ থেকে।
আসরে আর্জেন্টিনার শুরুটা ভালো না হলেও আগের ম্যাচে শক্তিশালী স্পেনকে রুখে দিয়ে শুরু করে মিশর। এদিনও জমাট রক্ষণে আর্জেন্টাইন আটকে রেখেছিল লম্বা সময় পর্যন্ত। লড়াইটা প্রায় সমান তালেই করে। লক্ষ্যে আর্জেন্টিনার চেয়ে একটি বেশিই শট নেয় তারা। মোট ৯টি শটের মাত্র ১টি লক্ষ্যে ছিল আর্জেন্টিনার। সেটাতেই গোল আসে। আর ৮টি শট নিয়ে দুটি লক্ষ্যে রাখে মিশর।
তবে ম্যাচের ৫২তম মিনিটে ডেডলক ভাঙেন মেদিনা। ম্যাক আলিস্টারের ক্রস থেকে ফাকুন্দোর নেওয়া হেড বারপোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে জোরালো শটে বল জালে জড়ান এ আর্জেন্টাইন।
প্রতিযোগিতায় আর্জেন্টিনা গ্রুপের নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আগামী বুধবার স্পেনের মুখোমুখি হবে। একই দিনে মিশর মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার।
Comments