অলিম্পিকের প্রথম স্বর্ণ জিতলেন চীনের ইয়াং কিয়ান

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এ সময়েও আগের দিন বেশ জাঁকজমকপূর্ণভাবেই উদ্বোধন হয়েছে টোকিও অলিম্পিকের। যদিও মাঠের খেলা শুরু হয়ে গিয়েছিল এর দুই দিন আগেই। এবার আসরের কোনো ফাইনালও অনুষ্ঠিত হলো। শুক্রবার রাতে নারী এককের ১০মিটার এয়ার রাইফেলে স্বর্ণ জিতেছেন চীনের ইয়াং কিয়ান।

মেজর কোনো আন্তর্জাতিক ইভেন্টে পদক এবারই প্রথম পদক পেলেন ২১ বছর বয়সী কিয়ান। তাও রেকর্ড গড়ে। ২৫১.৮ পয়েন্ট নিয়ে নতুন অলিম্পিক রেকর্ড গড়েছেন এ চীনা প্রতিযোগী। রিও অলিম্পিকের স্বর্ণজয়ী মার্কিন তারকা ভার্জেনিয়া থ্রাশার এবার হয়েছেন ষষ্ঠ।

ফাইনালে রাশিয়ান অলিম্পিক কমিটির আনাস্তাসিয়া গালাশিনাকে হারান কিয়ান। খুব অল্প ব্যবধানেই হারেন এ রাশিয়ান। তার সংগ্রহ ২৫১.১ পয়েন্ট। সুইজারল্যান্ডের নিনা ক্রিস্তেন ২৩০.৬ পয়েন্ট নিয়ে নকআউট হওয়ার আগে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেন।

ফাইনাল সেটের প্রথম শটে ১০.৭ পয়েন্ট পান কিয়ান। অন্য দিকে আনাস্তাসিয়া পয়েন্ট পান ১০.৮। শেষ শটের আগ পর্যন্ত রাশিয়ান প্রতিযোগী এগিয়ে ছিলেন ০.২ পয়েন্টের ব্যবধানে। কিন্তু শেষ দিকে গিয়ে গড়বড় করে ফেলেন আনাস্তাসিয়া। মাত্র ৮.৯ পয়েন্ট আসে তার। অন্যদিকে কিয়ান পান ৯.৮ পয়েন্ট। তাতেই স্বর্ণ নিশ্চিত হয় তার।

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

46m ago