টোকিও অলিম্পিকে গিয়ে নিখোঁজ উগান্ডার এক অ্যাথলেট
সপ্তাহ খানেকও বাকি নেই টোকিওতে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আসর অলিম্পিক গেমস। তবে এর আগে কিছুটা বিব্রতকর অবস্থায় পড়েছে আয়োজকরা। অলিম্পিকে অংশ নিতে জাপানে যাওয়ার পর খুঁজে পাওয়া যাচ্ছে না উগান্ডার এক অ্যাথলেটকে। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছে ইজুমিসানো সিটি কর্তৃপক্ষ।
উগান্ডার সেই অ্যাথলেট একজন ভারোত্তোলক। ২০ বছর বয়সী এ অ্যাথলেটের নাম জুলিয়াস সেকিতোলেকো। করোনাভাইরাস পরীক্ষার জন্য পিসিআর টেস্টের সময় তাকে অনুপস্থিত পাওয়া যায়। এরপরই খোঁজ নেওয়া শুরু হয় তার। পরে দেখা যায় হোটেল রুমেও নেই তিনি। সেখানে না পাওয়ার পরই বিষয়টি জানানো হয় স্থানীয় পুলিশকে।
প্রথমে বিষয়টি দৃষ্টিগোচর হয় সতীর্থদের মধ্যে। তারাই প্রথমে তাকে খোঁজ করা শুরু করেন। সিটি কর্তৃপক্ষ জানিয়েছে ওসাকার কাছেই তাদের অনুশীলন ক্যাম্প। শুক্রবার উগান্ডা দলটির কোনো অনুশীলন পর্ব ছিল না। তাকে সবশেষ দেখা গিয়েছে শুক্রবার ভোরে।
অলিম্পিকে অংশ নিতে ১৯ জাপানে পৌঁছানোর পর ইজুমিসানো সিটিতে ছিল উগান্ডা দল। তবে ৯ সদস্যের এ দলের একজন প্রথমেই কোভিড-১৯ পজিটিভ আসেন। তাকে কোয়ারেন্টিনে রেখে বাকি ৮ সদস্যকে সিটির ৫০০ কিলোমিটারের মধ্যে ভ্রমণ করার অনুমতি দেয় তারা। পরদিন অবশ্য আরও এক সদস্য কোভিড-১৯ পজিটিভ আসেন। তাই পুরো দলকে আইসোলেশনে রাখা হয়েছিল। দুইজন সুস্থ হওয়ার পর ৭ জুলাই থেকে অনুশীলনের অনুমতি পায় দলটি।
উগান্ডার এ অ্যাথলেট নিখোঁজ হওয়ায় প্রশ্নের মুখে পড়েছে জাপানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। প্রশ্ন উঠেছে আইসোলেশনের সুরক্ষা ব্যবস্থা নিয়েও। করোনাভাইরাসের কারণে এক বছর পিছিয়ে যাওয়া টোকিও অলিম্পিক মাঠে গড়াবে আগামী ২৩ জুলাই।
Comments