ডেলটা ধরনে কোভিশিল্ডের এক ডোজের কার্যকারিতা ৬১ শতাংশ: ভারতের গবেষণা

ছবি: রয়টার্স ফাইল ফটো

ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কোভিশিল্ডের একটি ডোজ ডেলটা ধরনের বিরুদ্ধে ৬১ শতাংশ কার্যকর। একটি গবেষণার বরাত দিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের কোভিড-১৯ বিষয়ক ওয়ার্কিং গ্রুপের প্রধান ডা. এন কে অরোরা এই তথ্য জানিয়েছেন।

ভারতের এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কোভিশিল্ডের টিকার কার্যকারিতা নিয়ে ভেলরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ একটি গবেষণা পরিচালনা করেছে। ফলাফলে দেখা গেছে, করোনার ডেলটা ধরনের বিরুদ্ধে কোভিশিল্ডের একটি ডোজের কার্যকারিতা ৬১ শতাংশ। তবে, যারা দুটি ডোজ নিয়েছে, তাদের ক্ষেত্রে কার্যকারিতার হার ৬৫ শতাংশ।

কোভিশিল্ডের দুটি ডোজের ব্যবধান নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। শুরুতে চার সপ্তাহের ব্যবধানে এই টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হতো। পরবর্তীতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দুটি ডোজের ব্যবধান ছয় থেকে আট সপ্তাহ করার পরামর্শ দেয়।

সর্বশেষ ১৩ মে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দুই ডোজের ব্যবধান বাড়িয়ে ১২ থেকে ১৬ সপ্তাহ করা হয়েছে।

তবে, পাবলিক হেলথ ইংল্যান্ড পরামর্শ দিয়েছে দুটি ডোজের ব্যবধান ১২ সপ্তাহ হলে টিকাটির কার্যকারিতা ৬৫ থেকে ৮০ শতাংশ।

Comments

The Daily Star  | English

Managing expectations the challenge for EC

The EC was a rubber stamp to legalise AL's usurpation of power in last three elections

3h ago