প্রকল্প পরিচালক নিয়োগে আরও সচেতন হওয়ার সুপারিশ সংসদীয় স্থায়ী কমিটির

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে প্রকল্প পরিচালক নিয়োগের বিষয়ে আরও সচেতন হওয়ার সুপারিশ করেছে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। আজ বৃহস্পতিবার কমিটির সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এক সভায় এ সুপারিশ করা হয়।

সভায় নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সমাপ্তি ও গুণগত মান যথাযথ রেখে প্রকল্প মূল্যায়ন প্রতিবেদন বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পাঠানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

টেন্ডার প্রক্রিয়ায় শতভাগ স্বচ্ছতা নিশ্চিত করতে সভায় পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট ও পাবলিক প্রকিউরমেন্ট রুলসের বর্তমান বিধানগুলোর প্রয়োজনীয় সংশোধনের বিষয়ে আলোচনা হয়।

প্রকল্প মনিটরিংয়ের জন্য জেলা পর্যায় থেকে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সুবিধার্থে একটি সফটওয়ার চালু করার কার্যক্রম অব্যাহত আছে বলে কমিটিকে জানানো হয়।

এছাড়া, কমিটির আজকের সভায় উচ্চ বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্ধারণের জন্য সময়োপযোগী নীতিমালা তৈরির সুপারিশ করা হয়। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে কারিগরি শিক্ষা সম্প্রসারণ করতে আধুনিক মানসম্পন্ন কারিকুলাম তৈরি করতে সংশ্লিষ্টদের সহায়তা কামনা করা হয়।

সভায় দেশের উন্নয়নমূলক কাজে ও শিক্ষা ব্যবস্থায় নারীদের অংশগ্রহণের ওপরও গুরুত্বারোপ করা হয়।

এ সভায় কমিটির সদস্য পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী এম এ মান্নান, মেজর (অব.) রফিকুল ইসলাম, সাবের হোসেন চৌধুরী, বীরেন শিকদার, মনজুর হোসেন, রওশন আরা মান্নান ও আদিবা আনজুম মিতাসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Comments