আরও ৮ লাখ মানুষ আসছেন বয়স্ক ভাতার আওতায়
প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটে আরও আট লাখ মানুষকে বয়স্ক ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী এ প্রস্তাব করেন।
বর্তমানে দেশের ১১২টি উপজেলার ৪৯ লাখ বয়স্ক মানুষকে এই ভাতা দেওয়া হচ্ছে।
প্রস্তাবিত বাজেটে আরও ১৫০টি উপজেলার আট লাখ দরিদ্র ও অতি দরিদ্র জনগোষ্ঠীকে এই ভাতার আওতায় আনার প্রস্তাব করা হয়েছে।
এছাড়া প্রস্তাাবিত বাজেটে এই খাতের জন্য আরও ৪৮১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
চলতি ২০২০-২১ অর্থবছরে এই খাতে বরাদ্দের পরিমাণ ছিল ২ হাজার ৯৪০ কোটি টাকা।
আরও পড়ুন:
মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ২৪৪ কোটি টাকা বরাদ্দ বাড়ানোর প্রস্তাব
করোনায় ক্ষতিগ্রস্ত শিক্ষা খাতে বরাদ্দ ৫৫৫১ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বেড়ে ২০ হাজার টাকা
করোনা মহামারি: আবারও ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দ
প্রতিমাসে ২৫ লাখ মানুষ টিকা পাবে
নতুন হাসপাতালে ১০ বছর মেয়াদে কর অব্যাহতি
আইটি সেবা প্রদানকারীদের কর হ্রাসের প্রস্তাব
এশিয়ায় সবচেয়ে বেশি জিডিপি প্রবৃদ্ধি বাংলাদেশে
Comments