ফেনীতে সড়ক দুর্ঘটনায় কাভার্ডভ্যানচালক নিহত
ফেনীর সদর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. নাবিল (২০) নামে এক কাভার্ডভ্যানচালক নিহত হয়েছেন। আজ রোববার সকালে মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার লালপুল এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, কাভার্ডভ্যানটি কোনো যানবাহনকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। কাভার্ডভ্যানের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। নাবিল নামে ওই চালক ভেতরে আটকা পড়েছিলেন।’
‘আমরা জানতে পেরেছি, তার বাড়ি নরসিংদীর সদর উপজেলার চর সিংদা গ্রামে। তিনি কাভার্ডভ্যান নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। নিহত চালকের স্বজনদের খবর দেওয়া হয়েছে’— বলেন জাকির হোসেন।
Comments