স্বামীর কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন ফৌজিয়া মালেক

মানিকগঞ্জের গড়পাড়ায় সাহেরা হাসান হাসপাতালের পাশের মাঠে ফৌজিয়া মালেকের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

সাবেক মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র কর্নেল (অব.) আব্দুল মালেকের স্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের মা ফৌজিয়া মালেকের দাফন সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার দুপুরে (বাদ জুমা) মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়ায় পারিবারিক কবরস্থানে স্বামীর কবরের পাশে তাকে সমাহিত করা হয়।

এদিন সকালে সাটুরিয়া উপজেলার হরগজ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে এবং মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ায় সাহেরা হাসান হাসপাতালের পাশের মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে রাজধানীর এ এম জেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফৌজিয়া মালেক। সেখানে বেশ কয়েকদিন তিনি লাইফ সাপোর্টে ছিলেন। গতকাল রাতে রাজধানীর বারিধারা এলাকায় প্রথম জানাজা শেষে তার মরদেহ মানিকগঞ্জে নিয়ে যাওয়া হয়।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago