সিদ্ধান্তহীনতায় অনিশ্চিত সৌদি প্রবাসীদের ভবিষ্যৎ

সৌদি আরব সরকার নির্দেশনা দিয়েছে সেদেশে যেতে হলে বাংলাদেশি শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য আগাম হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। কিন্তু দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্তহীনতায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ।

সৌদি আরব সরকার নির্দেশনা দিয়েছে সেদেশে যেতে হলে বাংলাদেশি শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য  আগাম হোটেল বুকিং নিশ্চিত করতে হবে। কিন্তু দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্স ও সংশ্লিষ্ট মহলের সিদ্ধান্তহীনতায় অনিশ্চিত হয়ে পড়েছে প্রবাসী শ্রমিকদের ভবিষ্যৎ।

স্টার অন দ্য স্পট এ আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান।

Comments

The Daily Star  | English

Goods worth Tk 16k imported at Tk 2.63 crore

State-run Power Grid Company of Bangladesh Ltd (PGCBL) imported 68 kilograms of tower bolts, nuts and washers from India for a whopping $2,39,695 or Tk 2.63 crore, which is 1,619 times the contract value.

10h ago