সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় বিএডিসি কর্মকর্তা নিহত, আহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় পাবনা বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন ভুঁইয়া নিহত হয়েছেন।

এ ঘটনায় বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবিএম মাহমুদ হোসেন ও বিএডিসির গাড়ি চালক সাইদুল ইসলাম আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকালে হাটিকুমরুল-পাবনা মহাসড়কের শাহজাদপুরের পারকোলায় গাড়ির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন ভুঁইয়া বিএডিসি'র পানাসি প্রকল্পের পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন। তার বাড়ি নরসিংদী সদর উপজেলায়।

পাবনা বিএডিসি অফিসের সহকারী প্রকৌশলী রাকিব আল কাদির দ্য ডেইলি স্টারকে জানান, ঢাকায় বিএডিসি'র প্রধান কার্যালয়ে একটি মিটিংয়ে অংশ নেওয়ার জন্য সাজ্জাদ হোসেন ভুঁইয়া ও এ বি এম মাহমুদ হোসেন আজ সকালে পাবনা থেকে অফিসের গাড়িতে করে রওনা দেন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, শাহজাদপুরের পারকোলায় পৌঁছার পর গাড়িটি সামনের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় রাস্তার পাশের একটি গাছের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগলে সাজ্জাদ, মাহমুদ ও চালক গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাজ্জাদ মারা যান।

আহত তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও গাড়ি চালককে উন্নত চিকিৎসার জন্য খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Comments

The Daily Star  | English
Debunking myths about air pollution in Bangladesh

Debunking myths about air pollution in Bangladesh

Discover the myths surrounding air pollution in Bangladesh and its real health impacts.

4h ago