ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি ব্যবসায়ীসহ নিহত ৩
ওমানে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীসহ তিন জন নিহত হয়েছেন।
নিহত বাংলাদেশি মো. নাছির উদ্দিন মুন্সি (৪৭) চট্টগ্রামের ফটিকছড়ি পৌর এলাকার মরহুম কবির আহম্মদের ছেলে।
গতকাল শুক্রবার রাত সাতটার দিকে রাজধানী মাস্কাটের পুরাতন বিমানবন্দরের কাছে কাবুজ সড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্রে প্রবাসী সাংবাদিক মীর মাহফুজ আনাম জানান, ভাড়ার ট্যাক্সিক্যাবে করে বাসায় ফিরছিলেন প্রবাসী ব্যবসায়ী মো. নাছির উদ্দিন। শহরের হামরিয়া থেকে রিসেলের দিকে যাওয়ার পথে দ্রুতগতির ট্যাক্সিটি নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ক্যাবটি একেবারেই দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান মো. নাছির উদ্দিনসহ ট্যাক্সির তিন আরোহী। বাকিরা হলেন- ওমানি চালক ও সহযাত্রী পাকিস্তানি নাগরিক।
নিহত নাসিরের ভাই ওমান প্রবাসী মো. জাহাঙ্গীর বলেন, ‘আমার ভাই সবজি মার্কেটে ব্যবসা করত। বৃহস্পতিবার হামেরিয়াতে আমাদের সঙ্গে দেখা করতে আসেন। শুক্রবার পুরো দিন বেড়ানোর পর সন্ধ্যায় নিজ বাসায় ফিরছিলেন। পথেই দুর্ঘটনার শিকার হন। সকালে পুলিশ বিষয়টি জানায়। মরদেহ বর্তমানে কৌলা হাসপাতালে রাখা হয়েছে।’
নাসিরের ভাতিজা মহসিন দেশ থেকে মুঠোফোনে জানায়, এক ছেলে ও দুই মেয়ের জনক নিহত নাসির। সর্বশেষ এক বছর আগে দেশে ছুটি কাটিয়ে ওমানে ফিরেছিলেন।
ওমানে বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, করোনা পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ওমানের ফ্লাইট চলাচল বন্ধ থাকায় মরদেহ দেশে পাঠাতে বিলম্ব হতে পারে।
Comments