চীনের কারণে তাইওয়ানের টিকা কার্যক্রমে সমস্যার অভিযোগ

ছবি: সংগৃহীত

চীনের কারণে টিকা কার্যক্রম প্রক্রিয়ার গতি ধারাবাহিকভাবে কমে যাচ্ছে বলে অভিযোগ করেছে তাইওয়ানের রাষ্ট্রপতির কার্যালয়।

আজ শনিবার সিএনএন’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয়ের মুখপাত্র কুলাস ইয়োটাকা এক টুইট বার্তায় বলেছেন, ‘চীন আমাদেরকে তাদের তৈরি ভ্যাকসিন কেনার জন্য জোর করছে। আপনারা (চীন) যদি সত্যিই আমাদের সহযোগিতা করতে চান, তবে আমাদের পথে প্রতিবন্ধকতা তৈরি করবেন না। আমাদের বাধা দেবেন না।’

চীন কীভাবে বাধা দিচ্ছে সে বিষয়ে বিস্তারিত কিছু বলেনি ইয়োটাকা।

তবে ফেব্রুয়ারিতে দেশটির স্বাস্থ্যমন্ত্রী চেন শিহ-চুং এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাইওয়ান ও বায়োএনটেক ডিসেম্বরে ৫০ লাখ ডোজ ভ্যাকসিনের জন্য একটি চুক্তি সই করেছিল। যদিও তা ‘রাজনৈতিক চাপের’ কারণে ভেস্তে যায়।

সাংহাইভিত্তিক সংস্থা ফোসুন ফার্মার সঙ্গে বৃহত্তর চীনে বায়োএনটেকের ভ্যাকসিন বিতরণের চুক্তি থাকলেও বেইজিং তাইওয়ানের চুক্তিতে বাধা দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে।

করোনা মহামারির শুরু থেকেই চীনের সঙ্গে উত্তেজনা বেড়েছে তাইওয়ানের।

আইন অনুযায়ী ব্যবহারের জন্য চীনা ভ্যাকসিন আমদানিতে নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে ক্রমবর্ধমান বৈরিতা ও অবিশ্বাসের মধ্যেই তাইওয়ান চীনে তৈরি টিকা গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।

বেইজিং তাইওয়ানের এই উদ্যোগকে ‘নিজের রাজনৈতিক স্বার্থের জন্য জনগণের মঙ্গলকে ত্যাগ করার’ সমতুল্য বলে অভিহিত করেছে।

তবে তাইপে বিষয়টি সেভাবে দেখছেন এবং বেইজিংয়ের বিরুদ্ধে ভ্যাকসিন সরবরাহ বন্ধ করার অভিযোগ তুলেছে।

Comments

The Daily Star  | English

‘Shockingly insufficient’

"The proposed decision to allocate USD 250 billion per year for all developing countries is shockingly insufficient," said the adviser

8h ago