মিঠুন চক্রবর্তীর ‘ডিস্কো ড্যান্সার’ মঞ্চে আসছে

Mithun Chakrabarti
ছবি: সংগৃহীত

মিঠুন চক্রবর্তী অভিনীত সুপারহিট সিনেমা ‘ডিস্কো ড্যান্সার’ মুক্তি পেয়েছিল ১৯৮২ সালে। এবার সিনেমাটি থেকে তৈরি হচ্ছে মঞ্চ নাটক।

‘ডিস্কো ড্যান্সার’ দিয়েই বলিউডে পাকা অবস্থান করেছিলেন মিঠুন। তার অভিনয় জীবনের অন্যতম ব্লকবাস্টার এটি।

গতকাল বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এই সিনেমাটির গল্প নিয়ে নির্মিত হচ্ছে মঞ্চ নাটক। সেখানে মিঠুন চক্রবর্তীর করা চরিত্রে কে অভিনয় করছেন তা এখনো জানা যায়নি।

পেশাদার থিয়েটারে ‘ডিস্কো ড্যান্সার’ হাজির করার পিছনে উদ্যোগ নিয়েছেন বলিউডের স্বনামধন্য সংগীত পরিচালক জুটি সালিম-সুলেমান।

মঞ্চে বেশকিছু চমক থাকবে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, নাটকের চিত্রনাট্যে পরিবর্তন থাকবে।

‘ডিস্কো ড্যান্সার’ সিনেমার চিত্রনাট্যের স্বত্ব বিক্রি করার কথা জানিয়েছেন সিনেমাটির পরিচালক বব্বর সুভাষ।

বর্তমানে করোনা পরিস্থিতি ও লকডাউনের কারণে নাটকটির মহড়া হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন করে আবারও সব শুরু হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Comments

The Daily Star  | English

Political consensus needed to make reforms sustainable

Without proper institutions, it’s not possible to prevent abuse of power, prevent corruption, and improve public life, said business leader Abdul Awal Mintoo.

20h ago