কারাগারে রোজিনা, সংকটে সাংবাদিকতা
দায়িত্ব পালনের সময় রোজিনা ইসলামকে শুধু বাধা দেওয়া হয়নি, শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়েছে। অসুস্থ অবস্থায় সোপর্দ করা হয়েছে পুলিশের কাছে। এভাবেই যদি বারবার সাংবাদিকদের ওপর আঘাত আসতে থাকে, তাহলে এ পেশার স্বাধীনতা কি থাকে?
স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের কণ্ঠরোধ করা বিভিন্ন আইন নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম এ আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম।
Comments