ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় এমপি আনার আহত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার আহত হয়েছে। আজ রোববার দুপুরে তার একান্ত সহকারী সচিব এম. এ রউফ দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বলাকান্দর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীও আহত হয়েছেন।’

ঘটনার প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কালীগঞ্জের পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলাম আশরাফ বলেন, ‘এক শিক্ষার্থীর মৃত্যুর সংবাদ শুনে শোকাহত পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে মোটরসাইকেলে কালীগঞ্জ থেকে ষাটবাড়িয়া গ্রামে যাচ্ছিলেন আনোয়ারুল আজীম। উপজেলা ভাইস চেয়ারম্যান মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং সংসদ সদস্য পেছনে বসেছিলেন। পেছন থেকে আরেকটি মোটরসাইকেল ধাক্কা দিলে তারা ছিটকে পড়ে আহত হন। তিন জনকেই স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।’

এম. এ রউফ আরও বলেন, ‘আনোয়ারুল আজীমের মাথার পেছন দিকে আঘাত লেগেছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সিটিস্ক্যান করানো হবে। ইতোমধ্যে ইসিজি করা হয়েছে, রিপোর্ট ভালো এসেছে।’

Comments

The Daily Star  | English

People didn’t sacrifice lives just for election: Asif Mahmud

The adviser stresses the need for reforms for which people came out and ousted 'fascist' Awami League government

44m ago