কেমন আছেন সিনেমার শিল্পীরা?
এফডিসি শুনলেই আমাদের চোখে ভেসে ওঠে গ্ল্যামারে ভর্তি রুপালি পর্দার এক ঝলমলে জগত। কিন্তু আমরা অনেকেই খেয়াল করি না এই গ্ল্যামার ফুটিয়ে তুলতে যারা পার্শ্বচরিত্রে কাজ করে তাদের কথা। কোভিড-১৯ মহামারির এই সময়ে, চলচ্চিত্র নির্মাণের স্থবিরতায় তাদের জীবন চলছে কীভাবে? চলুন শুনে আসি তাদের মুখেই।
Comments