সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টার অনলাইন গ্রাফিক্স

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোল চত্বর ও হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ডিউটি অফিসার ‍পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিলিয়ারা খাতুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করছেন।

তিনি বলেন, ‘নিহতদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি। ভোররাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে গোল চত্বর এলাকায় অজ্ঞাতপরিচয় এক যুবক গাড়িচাপায় গুরুতর আহত হয়। পুলিশ তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মিলিয়ারা খাতুন আরও বলেন, ‘সিরাজগঞ্জে তবাড়িপাড়া এলাকায় ভোররাতেই ঢাকা-বগুড়া মহাসড়কে গাড়িচাপায় এক নারীর মৃত্যু হয়েছে।’

হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জিহাদ হাসান বলেন, ‘রাস্তা পার হওয়ার সময় গাড়িচাপায় ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি।’

Comments

The Daily Star  | English

People didn’t sacrifice lives just for election: Asif Mahmud

The adviser stresses the need for reforms for which people came out and ousted 'fascist' Awami League government

57m ago