বাতাসে মিথেন, সমাধানের উপায় কী?
ব্লুমবার্গ তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ মিথেন গ্যাস বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশ পৃথিবীর ১২তম বৃহৎ মিথেন সোর্স।
বাস্তবতা আসলে কী? সত্যিই কি বাংলাদেশ এতো মিথেন উৎপাদন করছে? কী বলছেন দেশের বিশেষজ্ঞরা? যদি এ প্রতিবেদন সত্য হয় তবে সমাধানের উপায় কী?
Straight From Star Newsroom-এ আজ জানব এসব প্রশ্নের উত্তর। আমাদের সঙ্গে আছেন পরিবেশ সাংবাদিক ও দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায়।
Comments