শিবচরে স্পিডবোট দুর্ঘটনা: ৪ জনের বিরুদ্ধে মামলা

মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে গত ৩ মে স্পিডবোট উল্টে ২৬ জন নিহত হন । ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় শিবচর থানায় মামলা করেছে নৌপুলিশ।

এতে স্পিডবোটের দুই মালিক, চালক ও ঘাটের ইজারাদারকে আসামি করা হয়েছে।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন।

শিবচর থানা ও নৌ-পুলিশের সূত্র ডেইলি স্টারকে জানিয়েছে, বাংলাবাজার ফেরিঘাটের আসার পথে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোট দুর্ঘটনায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ১২টার দিকে শিবচর উপজেলার চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) লোকমান হোসেন বাদী হয়ে একটি মামলা করেছেন।

মামলায় লৌহজং উপজেলার মেদিনীমন্ডল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী খানের ছোট ভাই ও শিমুলিয়া ঘাটের ইজারাদার শাহ-আলম খান, স্পিডবোটের দুই মালিক চান্দু মিয়া ও জহিরুর ইসলাম এবং স্পিডবোটটির চালক শাহ আলমকে আসামি করা হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিরাজ হোসেন ডেইলি স্টারকে বলেন, ‘রাতে চার জনকে আসামি করে নৌপুলিশ বাদী হয়ে একটি মামলা করেছেন। মামলাটি তদন্ত করবে নৌপুলিশ। আসামি ধরবেও তারা। প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা করব।’

‘স্পিডবোটের চালক পুলিশের নজরদারিতে চিকিৎসাধীন আছেন’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘চালকের অবস্থা আশঙ্কাজনক। ভোররাত ২টার দিকে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

চর জানাজাত নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আবদুল রাজ্জাক ডেইলি স্টারকে বলেন, ‘মামলায় আসামিদের সবার বাড়ি শিমুয়ার ঘাটের মাওয়া এলাকায়। ভোররাতে মামলা হলেও সকাল থেকে আসামি ধরার প্রক্রিয়া শুরু করেছি। আসামিদের গ্রেপ্তারে নৌপুলিশ, গোয়েন্দা বিভাগসহ একাধিক টিম কাজ করছে। আশা করছি, খুব দ্রুতই মামলায় অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হবে।’

তিনি আরও বলেন, ‘মামলায় স্পিডবোটের বেপরোয়া গতিতে চলাচল, লাইসেন্সহীন, অতিরিক্ত যাত্রীবহনসহ একাধিক বিষয় উল্লেখ করা হয়েছে। এখন থেকে নৌপথে সব ধরনের দুর্ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকবে নৌপুলিশ।’

আরও পড়ুন:

শিবচরে নৌ দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি

শিবচরে পদ্মায় স্পিডবোট উল্টে নিহত ২৬

Comments

The Daily Star  | English

Fire breaks out at Secretariat building no 7

A fire broke out at the Secretariat building number 7 in the capital's Segunbagicha area early today. ..At least 11 firefighting units are working to control the fire. ..According to Prothom ALo, fire service received information about the fire at 1:52am. Firefighters arr

4h ago