শিবচরে নৌ দুর্ঘটনা তদন্তে ৬ সদস্যের কমিটি
মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ফেরিঘাটে বালুবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষের ঘটনা তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
আজ সোমবার সকালে মাদারীপুরের জেলা প্রশাসক রহিমা খাতুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কমিটিতে স্থানীয় সরকারের উপপরিচালক আজহারুল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে। এ ছাড়া, ম্যাজিস্ট্রেট, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসের প্রতিনিধিও রয়েছেন। আগামী তিন কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। নিহত ২৬ জনের দাফন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।
আজ সকাল ৭টার দিকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে পদ্মা পারি দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে পৌঁছানোর পর স্পিডবোট উল্টে অন্তত ২৬ জন নিহত হন।
Comments