এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৮ আহত ৫০৭: যাত্রী কল্যাণ সমিতি

করোনা সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধের মধ্যে এপ্রিল মাসে ৪৩২টি সড়ক দুর্ঘটনায় ৪৬৮ জন নিহত ও ৫০৭ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে আটটি দুর্ঘটনায় ছয় জন নিহত এবং নৌ-পথে ১৪টি দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু, নয় জন আহত হয়েছেন এবং দুই জন নিখোঁজ রয়েছেন।

আজ রোববার সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ৮ এপ্রিল সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয়। এদিন ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৬ জন নিহত ও ৩৩ জন আহত হন। সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘঠিত হয় ১৪ এপ্রিল। ছয়টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ছয় জন আহত হন।

পরিসংখ্যানে দেখা যায়, সর্বোচ্চ ২২১টি ট্রাক ও কাভার্ডভ্যান দুর্ঘটনা কবলিত হয়। ১৪৪টি দুর্ঘটনা মোটরসাইকেলে, ৫৫টি ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইক, ৬৪টি নসিমন ও করিমন, ৫২টি সিএনজিচালিত অটোরিকশা, ৩০টি প্রাইভেট কার ও ২০টি বাস দুর্ঘটনা কবলিত হয়।

Comments

The Daily Star  | English

Firefighter dies after being hit by truck while battling Secretariat fire

Another firefighter sustained injuries in his leg while working to extinguish the fire

14m ago