সিলেটে সড়ক দুর্ঘটনায় ২ শিশুসহ নিহত ৫

Road Accident logo
প্রতীকী ছবি। স্টার ডিজিটাল গ্রাফিক্স

সিলেটের জৈন্তাপুর উপজেলার ফেরিঘাট এলাকা ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।

আজ রোববার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সিলেট-তামাবিল মহাসড়কে এ ঘটনা ঘটে বলে ঘটনাস্থল থেকে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দস্তগীর আহমেদ।

নিহতদের মধ্যে অটোরিকশার চালক ছাড়াও অটোরিকশার যাত্রী একই পরিবারের দুই শিশু ও দুই নারী রয়েছেন বলে জানান তিনি।

নিহতরা হলেন, জৈন্তাপুরের রূপচেঙ গ্রামের সাদিয়া বেগম (৩৫), তার চার মাসের শিশু সন্তান শাহাদত হোসেন, মেয়ে সাবিয়া বেগম (৭), সাদিয়া বেগমের ননদ হাবিবুন্নেছা (৩৩) ও উপজেলার পাখিবিল গ্রামের অটোরিকশা চালক হোসেন আহমদ (৩৫)।

এছাড়াও, দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহত সাদিয়া বেগমের ভাসুর মো. জাকারিয়া (৫০) ও ভাসুরের স্ত্রী হাসিনা বেগম (৪০)।

আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে যোগ করেন ওসি।

Comments

The Daily Star  | English

Firefighter dies after being hit by truck while battling Secretariat fire

Another firefighter sustained injuries in his leg while working to extinguish the fire

27m ago