ভার্চুয়াল আদালতে ১২ কার্যদিবসে ২৬৯ শিশুর জামিন

virtual_court-1.jpg
স্টার অনলাইন গ্রাফিক্স

ভার্চুয়াল আদালত থেকে গত ১২ কার্যদিবসে জামিন পেয়ে ফৌজদারি মামলায় অভিযুক্ত মোট ২৬৯ শিশু কারামুক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের মুখপাত্র মো. সাইফুর রহমান এক বিবৃতিতে বলেন, গত ১২ কার্যদিবসে এই ২৬৯ শিশুসহ সারাদেশে ভার্চুয়াল আদালত থেকে জামিন পেয়ে কারামুক্ত হয়েছেন মোট ২১ হাজার ৪৬১ জন।

তিনি বিবৃতি জানান, গতকাল নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে জামিন মঞ্জুর হওয়ার পর বিচারাধীন মোট এক হাজার ৪২২ জন কারামুক্ত হয়েছেন।

মোট দুই হাজার ৭৩৬টি জামিন আবেদনের শুনানি শেষে সংশ্লিষ্ট আদালত ও ট্রাইব্যুনাল তাদের জামিন মঞ্জুর করেন।

এই সময়ের মধ্যে মোট ৩৮ হাজার ৯৬১টি জামিন আবেদন নিস্পত্তি করা হয়েছে বলেও জানান মো. সাইফুর রহমান।

দেশে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগসহ সারাদেশে আদালতের নিয়মিত কার্যক্রম স্থগিত রয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন চলমান বন্ধের সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জরুরি মামলার বিষয়ে আদালতের জন্য নির্দেশনা দিয়েছিলেন।

Comments

The Daily Star  | English

Firefighter dies after being hit by truck while battling Secretariat fire

Another firefighter sustained injuries in his leg while working to extinguish the fire

15m ago