বরিশালে রোদে পুড়ে রাস্তাতেই রিকশাচালকের মৃত্যু
বরিশাল শহরে রোদে পুড়ে অসুস্থ হয়ে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরীর সদর রোডে এ ঘটনা ঘটে।
সদর রোডের একটি বেসরকারি হাসপাতালের নিরাপত্তা কর্মীরা জানান, প্রচণ্ড রোদে রাজা মিয়া নামের ওই রিকশাচালক হাসপাতালের সামনে রিকশা নিয়ে থেমেছিলেন। কিছুক্ষণের মধ্যেই তিনি রাস্তায় পড়ে যান ও খিঁচুনি শুরু হয়। হাসপাতালের নার্সরা সঙ্গে সঙ্গে তার কাছে ছুটে যান।
স্থানীয়রা জানান, কোতয়ালী মডেল থানার টহলরত এএসআই রিয়াজুল ইসলাম ওই রিকশাচালককে সংকটজনক অবস্থায় বরিশাল সদর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালটির আবাসিক চিকিৎসক ডা. মলয় কৃষ্ণ বড়াল দ্য ডেইলি স্টারকে জানান, হাসপাতালে আনার আগেই পঞ্চাশোর্ধ্ব রাজা মিয়ার মৃত্যু হয়। প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে তিনি মারা যেতে পারেন।
রাজা মিয়ার মেয়ে মাহিনুর ও ছেলে ইমন খবর পেয়ে হাসপাতালে গেলে তাদের কাছে তার মরদেহ হস্তান্তর করা হয়।
Comments