সেতু ভেঙে বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় একটি বেইলি সেতু ভেঙে রাঙ্গামাটি ও বান্দরবান জেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে সড়ক নির্মাণের উপকরণ বোঝাই একটি ট্রাক পার হওয়ার সময় সেতুটি ভেঙে পড়ে।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দুই জেলার সীমানায় এই সেতু ভেঙে যাওয়ার কারণে বান্দরবান-রাঙ্গামাটি রুটে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন দুই পার্বত্য জেলার অধিবাসীরা।
প্রকৌশলী মো. মোসলেহ উদ্দিন বলেন, ‘আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। এটা মেরামত করতে আমাদের প্রায় এক সপ্তাহ লেগে যাবে।’
‘এর আগে দীর্ঘদিন যাবত জরাজীর্ণ অবস্থায় থাকা সেতুটি আমরা মেরামত করেছিলাম। তবে, মেরামত কোনো স্থায়ী সমাধান নয়,’ বলে যোগ করেন তিনি।
বান্দরবান জেলায় থাকা প্রায় ১০৯টি বেইলি সেতুর বেশিরভাগই ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে জানিয়ে তিনি বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুগুলো স্থায়ীভাবে মেরামত করা জরুরি হয়ে পড়েছে।’
Comments