২০২১: যে সিনেমাগুলো দেখার অপেক্ষায় দর্শক

বৈশ্বিক করোনার প্রভাব পড়েছিল বলিউডেও। গত বছর কোয়ারেন্টিনে ঘরে থেকেও বলিউড-ভক্তরা পাননি তেমন কোনো নতুন সিনেমার মুগ্ধতা। তবে নতুন বছরে তাদের জন্যে অপেক্ষা করছে কয়েকটি আলোচিত নতুন ছবি।

বৈশ্বিক করোনার প্রভাব পড়েছিল বলিউডেও। গত বছর কোয়ারেন্টিনে ঘরে থেকেও বলিউড-ভক্তরা পাননি তেমন কোনো নতুন সিনেমার মুগ্ধতা। তবে নতুন বছরে তাদের জন্যে অপেক্ষা করছে কয়েকটি আলোচিত নতুন ছবি।

২০২১ সালে বলিউডে মুক্তির অপেক্ষায় থাকা সেসব সিনেমার একটি তালিকা তুলে ধরা হলো।

পাঠান

শাহরুখ খান  দুই বছর বিরতির পর গত বছরের নভেম্বরে শুটিংয়ে ফিরেছেন এই ছবি দিয়ে। সিনেমাটিতে কিং খানের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। যশরাজ ফিল্মসের ব্যানারে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি আসছে দীপাবলিতে।

কেজিএফ -চ্যাপ্টার টু

কেজিএফ প্রথম চ্যাপ্টার মুক্তির পর থেকেই দর্শক তুমুল আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন ‘কেজিএফ চ্যাপ্টার টু’ ছবির জন্য। ছবির সব কাজ শেষ হয়েছে। এখন শুধু  মুক্তির অপেক্ষা।

রাধে

বলিউড সুপারস্টার সালমান খানের অনুরাগীদের জন্যে রয়েছে দারুণ সংবাদ। আগামী কোরবানি ঈদে মুক্তি পেতে যাচ্ছে তার নতুন সিনেমা ‘রাধে: ইউর মোস্ট ওয়ান্টেড ভাই’।

প্রভুদেব পরিচালিত সিনেমাটিতে সালমানের বিপরীতে অভিনয় করবেন দিশা পাটানি।

লাল সিং চাড্ডা

আমির-কারিনা জুটির ‘লাল সিং চাড্ডা’ মুক্তির অপেক্ষায় ছিল গত বছরের বড় দিনে। তবে করোনার কারণে পিছিয়ে যায় এর শুটিং। অবশেষে তুরস্কে শুটিং শেষ করে পরিচালক অদ্বৈত চন্দন গণমাধ্যমকে জানিয়েছেন, ২০২১ সালের বড়দিনে ছবিটি মুক্তি দেওয়া হবে।

ব্রহ্মাস্ত্র

গত দুই বছর ধরে নানা কারণে সংবাদ শিরোনাম ছিল পরিচালক অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’। ছবির প্রি-প্রোডাকশনের কাজ চলছে গত ছয় বছর ধরে। এতে অভিনয় করছেন অমিতাভ বচ্চন, আলিয়া ভাট ও রণবীর কাপুর।

আগামী ৪ ডিসেম্বর মুক্তি পেতে পারে।

বেল বটম

বলিউডে করোনার মধ্যে শুটিং শুরু হওয়া ‘বেল বটম’ আগামী ২ এপ্রিল মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছেন এর পরিচালক রনজিত তিওয়ারি। এতে অভিনয় করেছেন অক্ষয় ও ভানি কাপুর।

জার্সি

তামিল সিনেমা ‘জার্সি’র রিমেক ছবি নির্মাণ করেছে বলিউড। গৌতম তিওয়ারি পরিচালিত এই ছবিতে নায়কের ভূমিকায় দেখা যাবে শহিদ কাপুরকে। চলতি বছরের অক্টোবরে ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

ওয়ার টু

হৃতিক রোশনের সর্বশেষ ব্যবসাসফল সিনেমা ছিলে ‘ওয়ার’। এবার আসতে চলেছে সিনেমাটির দ্বিতীয় কিস্তি। চলতি বছরের শেষদিকে ‘ওয়ার ২’ নিয়ে বেশ বড় চমক দেওয়ার অপেক্ষায় এর নির্মাতা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

হিরোপান্তি

টাইগার শ্রফ অভিনীত ‘হিরোপান্থি ২’ আগামী ১৬ জুলাই মুক্তি পাওয়ার কথা রয়েছে। আহমেদ খান পরিচালিত সিনেমাটিতে টাইগার শ্রফের বিপরীতে আছেন তারা সুতারিয়া।

আরআরআর

‘বাহুবলী’ খ্যাত পরিচালক এস এস রাজামৌলির পরবর্তী সিনেমা ‘আরআরআর’। এতে অভিনয় করেছেন রাম চরণ, জুনিয়র এনটিআর, অজয় ​​দেবগন, আলিয়া ভাট ও অলিভিয়া মরিস।

ভারতের ১৯২০ দশকের প্রেক্ষাপটে তৈরি ‘আরআরআর’ তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড় ও হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় মুক্তি পাবে।

ময়দান

ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমকে নিয়ে তৈরি হচ্ছে ‘ময়দান’। ১৯৫১ ও ১৯৬২ সালে এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের বিজয়ে বিশেষ অবদান রেখেছিলেন তিনি। আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয় দেবগন। আগামী ১৫ অক্টোবর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

তথ্য সূত্র: বলিউড হাঙ্গামা ও জি নিউজ

Comments

The Daily Star  | English

Four US senators write to Yunus urging reforms and accountability

The senators also called for stronger law enforcement and swift action to hold accountable those responsible for attacks on vulnerable communities, including the Hindu population and Rohingya refugees in Cox's Bazar

2h ago