‘দ্য গ্রেভ’ লস অ্যাঞ্জেলেসে
গাজী রাকায়েত পরিচালিত ‘দ্য গ্রেভ’ সিনেমাটি এবার আন্তর্জাতিক বাজারে যাচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে সিনেমাটি মুক্তি পাচ্ছে আমেরিকার লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে।
এ ছাড়াও, পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের আরও কিছু শহরে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
আজ বুধবার বিকেল চারটায় শিল্পকলা একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সিনেমাটির পরিচালক গাজী রাকায়েত।
গাজী রাকায়েত বলেন, লস অ্যাঞ্জেলেস কাউন্টিতে যে সিনেমা দেখানো সেটিকে অস্কার কোয়ালিফাই হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ দ্য গ্রেভ এই হলে দেখানোর পর অস্কারে কোয়ালিফাই করে দেবে কর্তৃপক্ষ। যা বাংলাদেশি সিনেমার জন্য বড় অর্জন।
দ্য গ্রেভ সিনেমাটি মূলত বাংলা ও ইংরেজিতে নির্মিত হয়েছে। বাংলা ভাষার প্রথম ইংরেজি সিনেমা এটি। বাংলায় যার নাম গোর।
গাজী রাকায়েত সিনেমাটি পরিচালনার পাশাপাশি গোর খোদকের চরিত্রে অভিনয়ও করেছেন।
এতে আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মৌসুমি হামিদ, সুষমা সরকার, শামীমা তুষ্টি প্রমুখ।
উল্লেখ্য, চলতি বছরের শেষ সিনেমা হিসেবে চট্টগ্রামের দুটি হলে মুক্তি পেয়েছে গাজী রাকায়েত পরিচালিত দ্য গ্রেভ । আবার নতুন বছরের প্রথম শুক্রবারও সিনেমাটি ঢাকার দুটি হলে মুক্তি পেতে যাচ্ছে।
গাজী রাকায়েত দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন, আগামী ১ জানুয়ারি সন্ধ্যার শো দেখতে বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সে যাবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি আরও জানান, একটি সেলিব্রেটি শোর আয়োজন করা হয়েছে ১ জানুয়ারি। ওই দিন সাড়ে তিনটার শো দেখবেন বুয়েট ১৯৮৫ সালের ব্যাচের ছাত্ররা এবং তাদের পরিবারের সদস্যরা। যার নাম দেওয়া হয়েছে সেলিব্রেটি শো।
Comments