সিনেমার সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে পরিচালক ও অভিনেতা গ্রেপ্তার

অনন্য মামুন, শাহীন মৃধা (বাঁ দিক থেকে)। ছবি: সংগৃহীত

‘নবাব এলএলবি’ সিনেমার একটি দৃশ্যের সংলাপে পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি মামলায় ছবির পরিচালক অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাদের ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরের বাসা থেকে অনন্য মামুন ও অভিনেতা শাহীন মৃধাকে গ্রেপ্তার করা হয়।

আজ শুক্রবার দুপুরে তাদের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ। আদালতে তদন্ত কর্মকর্তা রমনা থানায় দায়ের করা মামলার দুই আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে আটক রাখার আবেদন মঞ্জুর করেন।

‘নবাব এলএলবি’র একটি দৃশ্যে ধর্ষণের শিকার এক নারী থানায় মামলা করতে যায়। ওই দৃশ্যে পুলিশের একজন এসআই (অভিনয় করেছেন শাহীন মৃধা) ওই নারীকে ধর্ষণ বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন। এ নিয়ে আপত্তি জানিয়েছে পুলিশ।

ডিএমপির গোয়েন্দা বিভাগের সাইবার ক্রাইম ইউনিটের পরিদর্শক মো. নসিরুল আমিন দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘রমনা থানায় পর্নোগ্রাফি আইনে অনন্য মামুন ও শাহীন মৃধার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে। মামলা নম্বর ১০১। মামলার বাদী ডিএমপি সাইবার ক্রাইম ইউনিটের পুলিশ পরিদর্শক মো. নসিরুল আমিন।’

‘নবাব এলএলবি’ সিনেমাতে অভিনয় করেছেন- শাকিব খান, মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া,  শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, সুমন আনোয়ার, রাশেদ অপু, আনোয়ারা প্রমুখ। গত ১৬ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম আই থিয়েটার মুক্তি পেয়েছে সিনেমাটি। এই সিনেমার বাকি অংশ আগামী ১ জানুয়ারি মুক্তির কথা।

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

1h ago