বিডিনিউজ সম্পাদকের জামিন কেন বাতিল হবে না, হাইকোর্টের রুল
দুর্নীতি মামলায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীকে নিম্ন আদালতের দেওয়া জামিন কেন বাতিল করা হবে না, জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
আগামী ১০ দিনের মধ্যে রাষ্ট্র এবং তৌফিক ইমরোজ খালিদীকে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট।
নিম্ন আদালতের জামিন আদেশ চ্যালেঞ্জ করে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
বৈধ উৎস ছাড়া বিভিন্ন ব্যাংকে ৪২ কোটি টাকা জমা দেওয়ার অভিযোগে ৩০ জুলাই দুদক খালিদীর বিরুদ্ধে মামলা করে।
দুদক উপপরিচালক গুলশান আনোয়ার এ মামলা করেন। মামলায় বলা হয়, খালিদী 'ভুয়া কাগজ' তৈরি করে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করেছেন।
খালিদী তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
গত ২০ অক্টোবর ঢাকার একটি আদালত এ মামলায় তৌফিক ইমরোজ খালিদীর জামিন মঞ্জুর করেন।
জামিন মঞ্জুর করা নিম্ন আদালতের আদেশ বাতিল চেয়ে দুদক ৬ ডিসেম্বর হাইকোর্টে একটি রিভিশন পিটিশন দাখিল করে।
আবেদনে বলা হয়, খালিদীর বিরুদ্ধে দুর্নীতির সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং মামলা তদন্তাধীন। নিম্ন আদালত বেআইনিভাবে তার জামিন দিয়েছেন।
আজ আদালতে আইনজীবী খুরশীদ আলম খান দুদকের পক্ষে যুক্তি উপস্থাপন করেন এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন।
Comments