‘পাঠান’ ছবিতে শাহরুখের লুক ফাঁস সেট থেকেই

Shah Rukh Khan
'পাঠান' চলচ্চিত্রে শাহরুখ খানের ফাঁস হওয়া ছবি। ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খান দুই বছর বিরতির পর শুটিংয়ে ফিরেছেন 'পাঠান' চলচ্চিত্রের মাধ্যমে। যশরাজ ফিল্মস প্রযোজিত এই চলচ্চিত্রের শুটিং সেট থেকে তার নতুন লুক ফাঁস হয়ে গেছে।

ভারতের জি নিউজের মাধ্যমে পাওয়া ছবিতে শাহরুখকে দেখা গেছে তিনি চুল বেশ লম্বা করেছেন। কালো সানগ্লাসের সঙ্গে সাদা টি-শার্ট তার পরনে। সিনেমাটির জন্য তিনি যে বেশ পরিশ্রম করেছেন তা বোঝা যাচ্ছে।

অ্যাকশন থ্রিলার ‘পাঠান’-এ দেখা মিলবে বলিউড বাদশাহর। সব মিলিয়ে শাহরুখ ভক্তদের জন্য অপেক্ষা করছে রোমাঞ্চকর কিছু।

গত আগস্টে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’-এ নাম লেখান শাহরুখ। এতে তার সঙ্গে রয়েছেন দীপিকা পাডুকোন ও জন আব্রাহাম। অতিথি চরিত্রে দেখা যাবে সালমান খানকে।

তবে সালমান কবে নাগাদ শুটিংয়ে যোগ দেবেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago