অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ ৪ জনের যাবজ্জীবন
অস্ত্র মামলায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাসহ চার জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন--কর্নেল (অব.) শহীদ উদ্দিন চৌধুরী, তার স্ত্রী ফারহানা আঞ্জুম খান এবং তাদের দুই সহযোগী সৈয়দ আকিদুল আলী ও খোরশেদ আলম পাটোয়ারী।
এর মধ্যে কারাগারে থাকা আকিদুল ও খোরশেদ ট্রাইব্যুনালে উপস্থিত থাকলেও, শহীদ উদ্দিন ও তার স্ত্রী ফারহানা পলাতক আছেন।
আজ মঙ্গলবার ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মো. রবিউল আলম তাদের এই সাজা দেন।
পলাতকদের সাজা তাদের গ্রেপ্তার বা আত্মসমর্পণের দিন থেকে কার্যকর হবে আদালতের রায়ে জানানো হয়।
আদালত এই দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরবর্তী কার্যক্রমের জন্য ক্যান্টনমেন্ট থানাকে নির্দেশ দেন।
মামলার নথি অনুযায়ী, গত বছর ১৯ জানুয়ারি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) এর একটি দল বারিধারা ডিওএইচএস এ ওই দম্পতির বাসায় অভিযান চালিয়ে ১১ রাউন্ড গুলি, একটি শটগান ও বেশ কয়েকটি পিস্তল জব্দ করে।
পরে সিটিটিসি'র পরিদর্শক বিপ্লব কিশোর শিল বাদি হয়ে ক্যান্টনমেন্ট থানায় ওই দম্পতিসহ চার জনের বিরুদ্ধে মামলা করেন।
২০১৯ সালের ৪ এপ্রিল সিটিটিসি চার জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় এবং ট্রাইব্যুনাল গত বছর ১৩ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
Comments