‘ঊনপঞ্চাশ বাতাস’ আজ থেকে আপনাদের

Unpanchash Batas
শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ। ছবি: সংগৃহীত

আজ মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বল পরিচালিত প্রথম ছবি ‘ঊনপঞ্চাশ বাতাস’। এই ছবিতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা ও ইমতিয়াজ বর্ষণ।

ছবিটি ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও চট্টগ্রামের সিলভার স্ক্রিনে মুক্তি পাচ্ছে।

ছবির ‘প্রথম’ গানটি গেয়েছেন অর্থহীন ব্যান্ডের সদস্য সুমন। ‘শহর’ গানটি গেয়েছেন সৌরিন। ‘মেঘমালা’ শোনা যাবে মাসুদ হাসান উজ্জ্বলের কণ্ঠে। এছাড়াও, ভারতের সিধু ও সোমলতার কণ্ঠে শোনা যাবে গান।

মাসুদ হাসান উজ্জ্বল দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘জীবনের তিনটি বছর এই “ঊনপঞ্চাশ বাতাস”র সঙ্গে রয়েছি। তিন বছরে আমার কাছে কিছু আসেনি, কেবলই গিয়েছে। প্রথম শুটিংয়ের দিনে যেমন বৃষ্টি ছিল, আজকেও তেমনি বৃষ্টি। প্রথম শুটিং অক্টোবরে ছিল। আবার প্রযোজনা প্রতিষ্ঠানের নামও রেড অক্টোবর।’

তার মতে, ‘সিনেমা এমন এক অদ্ভুত আবেগের নাম যা একজন সিনেমাওয়ালা ছাড়া পুরোটা কেউ বুঝবেন না! অদ্ভুত আবেগ না থাকলে কেউ কী জীবন থেকে এভাবে তিনটি বছর খরচ করে দেয়? জীবনের পুরোটা দিয়ে এই বাচ্চাকে লালনপালন করেছি। আজ থেকে “ঊনপঞ্চাশ বাতাস” আপনাদের।’

Comments

The Daily Star  | English

New uniform, monogram sans boat on the cards for police

According to police sources, a new monogram for the Bangladesh Police has already been determined. It will no longer feature a boat

5m ago