ব্ল্যাকহোল গবেষণা, পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ব্রিটেন, মার্কিন ও জার্মানির ৩ বিজ্ঞানী

ব্ল্যাকহোল নিয়ে গবেষণা ও নতুন আবিষ্কারে এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। ছবি: রয়টার্স

কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল নিয়ে গবেষণা ও নতুন আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী।

আজ মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই ঘোষণা দেয়।

তারা হলেন- বিজ্ঞানী রজার পেনরোজ, রেইনহার্ড গেনজেল ও আন্দ্রিয়া গেজ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেনরোজ গাণিতিক হিসাব করে দেখিয়েছেন, ব্ল্যাক হোল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের অনিবার্য পরিণতি। এ আবিষ্কারের জন্য পুরষ্কারের অর্ধেক পাবেন তিনি।  

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী গেনজেল এবং গেজের আবিষ্কার, ছায়াপথে নক্ষত্রের কক্ষপথের গতিপথ নিয়ন্ত্রণকারী একটি অদৃশ্য ও অত্যন্ত ভারী বস্তু।

১৯০৩ সালে মেরি কুরি, ১৯৬৩ সালে মারিয়া মায়ার ও ২০১৮ সালে ডোনা স্ট্রিকল্যান্ডের পর পদার্থবিজ্ঞানে চতুর্থ নারী হিসেবে এবার নোবেল জিতলেন বিজ্ঞানী আন্দ্রিয়া গেজ।

নোবেল কমিটি ফর ফিজিক্সের চেয়ারম্যান ডেভিড হাভিল্যান্ড বলেন, বিজ্ঞানীদের এসব আবিষ্কার কমপ্যাক্ট ও সুপারম্যাসিভ বিষয়ের অধ্যয়নে নতুন ক্ষেত্র উন্মোচন করেছে।'

'এই বিষয়গুলো এখনও অনেক প্রশ্ন উত্থাপন করলেও, ভবিষ্যতের গবেষণাকে এগিয়ে দিতে উৎসাহ জোগাবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Admin getting even heavier at the top

After the interim government took over, the number of officials in the upper echelon of the civil administration has become over three times the posts.

7h ago