ব্ল্যাকহোল গবেষণা, পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন ব্রিটেন, মার্কিন ও জার্মানির ৩ বিজ্ঞানী

ব্ল্যাকহোল নিয়ে গবেষণা ও নতুন আবিষ্কারে এ বছর পদার্থ বিজ্ঞানে নোবেল পেয়েছেন তিন বিজ্ঞানী। ছবি: রয়টার্স

কৃষ্ণগহ্বর বা ব্ল্যাকহোল নিয়ে গবেষণা ও নতুন আবিষ্কারের স্বীকৃতি হিসেবে এ বছর পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী।

আজ মঙ্গলবার রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস এই ঘোষণা দেয়।

তারা হলেন- বিজ্ঞানী রজার পেনরোজ, রেইনহার্ড গেনজেল ও আন্দ্রিয়া গেজ।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পেনরোজ গাণিতিক হিসাব করে দেখিয়েছেন, ব্ল্যাক হোল আইনস্টাইনের সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের অনিবার্য পরিণতি। এ আবিষ্কারের জন্য পুরষ্কারের অর্ধেক পাবেন তিনি।  

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী গেনজেল এবং গেজের আবিষ্কার, ছায়াপথে নক্ষত্রের কক্ষপথের গতিপথ নিয়ন্ত্রণকারী একটি অদৃশ্য ও অত্যন্ত ভারী বস্তু।

১৯০৩ সালে মেরি কুরি, ১৯৬৩ সালে মারিয়া মায়ার ও ২০১৮ সালে ডোনা স্ট্রিকল্যান্ডের পর পদার্থবিজ্ঞানে চতুর্থ নারী হিসেবে এবার নোবেল জিতলেন বিজ্ঞানী আন্দ্রিয়া গেজ।

নোবেল কমিটি ফর ফিজিক্সের চেয়ারম্যান ডেভিড হাভিল্যান্ড বলেন, বিজ্ঞানীদের এসব আবিষ্কার কমপ্যাক্ট ও সুপারম্যাসিভ বিষয়ের অধ্যয়নে নতুন ক্ষেত্র উন্মোচন করেছে।'

'এই বিষয়গুলো এখনও অনেক প্রশ্ন উত্থাপন করলেও, ভবিষ্যতের গবেষণাকে এগিয়ে দিতে উৎসাহ জোগাবে,' যোগ করেন তিনি।

Comments

The Daily Star  | English

How a 'Dervish Baba' conjured crores from a retired nurse

Want to earn easy money? Just find someone who thinks their partner is cheating on them, then claim to be a “Genie King” or “Dervish Baba,” and offer solutions to “relationship problems” for a fee

4h ago