‘ট্র্যাজেডি কুইন’ মীনা কুমারীর জীবনী নিয়ে ওয়েব সিরিজ

Meena Kumari
মীনা কুমারী।

মীনা কুমারী ৬০ দশকের সাড়া জাগানো বলিউড অভিনেত্রী। অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি তার সম্পর্কের ভাঙা-গড়া নিয়েও সমালোচনা হয়েছে বলিউডজুড়ে।

বলিউডের তাকে বলা হতো ‘ট্র্যাজেডি কুইন’। সেই মীনা কুমারীর বাস্তব জীবনের গল্প এবার দেখা যাবে একটি ওয়েব সিরিজ।

অশ্বিনী ভাটনাগরের লেখা ‘মহাজীবন এস মীনা কুমারী’ জীবনীগ্রন্থ অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করবেন বলিউড প্রযোজক প্রভলিন কাউর।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আলমাইটি মোশন পিকচারস ইতোমধ্যেই সিরিজের জন্য স্বত্ব কিনে নিয়েছে। ‘পাকিজা’ অভিনেত্রীর জীবনকাহিনি ওয়েব সিরিজ ফরম্যাটে আনার জন্য বেশ উচ্ছ্বসিত প্রযোজকও।

‘পাকিজা’, ‘মেরে আপনে’, ‘বাইজু বাওরা’র মতো অনেক কালজয়ী সসিনেমায় মীনা কুমারী তার অভিনয় প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ‘পরিণীতা’, ‘এক হি রাস্তা’, ‘শারদা’, ‘ইহুদি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেও দর্শকদের মন জয় এই অভিনেত্রী।

Comments

The Daily Star  | English
Pathways to a new political order

Pathways to a new political order

The prospects for change are not without hope in Bangladesh.

9h ago