প্রজন্ম থেকে প্রজন্মে তার গান

Ayub Bachchu
ছবি: স্টার

রাজধানীর মগবাজার কাজী অফিসের গলিতে ‘এবি কিচেন’ স্টুডিও আজকের দিনে মুখরিত হয়ে থাকতো গানে, আড্ডায়, ফুলেল শুভেচ্ছা আর ভালোবাসায়। কিন্তু গত দুই বছর ধরে সেখানে ভিড় করেছে অদ্ভুত এক নীরবতা।

সেই নীরবতায় কোথাও না কোথাও ছড়িয়ে রয়েছেন আইয়ুব বাচ্চু। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে ছড়িয়ে তার গানের সুর।

ব্যান্ডতারকা আইয়ুব বাচ্চু একাধারে গায়ক, লিডগিটারিস্ট, গীতিকার ও সুরকার ছিলেন। এই কিংবদন্তীর আজ জন্মদিন। বেঁচে থাকলে এইদিনে তিনি পা রাখতেন ৫৯ বছরে।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। বাংলাদেশের ব্যান্ডসংগীতের এই শিরোমণি তার প্রথম গান প্রকাশ করেন ‘হারানো বিকেলের গল্প’ শিরোনামে। গানটির কথা লিখেছিলেন শহীদ মাহমুদ জঙ্গী।

বাচ্চু প্রথম একক অ্যালবাম ‘রক্তগোলাপ’ প্রকাশিত হয় ১৯৮৬ সালে।

আইয়ুব বাচ্চু ১৯৭৮ সালে যোগ দেন ‘ফিলিংস’ ব্যান্ডে। এরপর ১৯৮০ সালে ‘সোলস’-এর সঙ্গে শুরু হয় তার পথচলা। প্রায় এক দশক এই ব্যান্ডের সঙ্গেই ছিলেন তিনি।

‘সোলস’ ছাড়ার পর ১৯৯১ সালে গঠন করেন ব্যান্ড ‘এলআরবি’। এলআরবির প্রথম অ্যালবাম প্রকাশিত হয় ১৯৯২ সালে।

আইয়ুব বাচ্চুর একক অ্যালবাম

ময়না (১৯৮৮) কষ্ট (১৯৯৫), সময় (১৯৯৮), একা (১৯৯৯), প্রেম তুমি কি (২০০২), দুটি মন (২০০২), কাফেলা (২০০২), প্রেম প্রেমের মতো (২০০৩), পথের গান (২০০৪), ভাটির টানে মাটির গানে (২০০৬), জীবন (২০০৬), সাউন্ড অব সাইলেন্স (২০০৭), রিমঝিম বৃষ্টি (২০০৮), বলিনি কখনো (২০০৯) জীবনের গল্প (২০১৫)।

এলআরবির অ্যালবাম

এলআরবি (১৯৯২), সুখ (১৯৯৩), তবুও (১৯৯৪), ঘুমন্ত শহরে (১৯৯৫), ফেরারী মন (১৯৯৬), স্বপ্ন (১৯৯৬), আমাদের বিস্ময় (১৯৯৮), মন চাইলে মন পাবে (২০০০), অচেনা জীবন (২০০৩), মনে আছে নাকি নেই (২০০৫), স্পর্শ (২০০৮) ও যুদ্ধ (২০১২)।

আইয়ুব বাচ্চুর জনপ্রিয় কয়েকটি গান

১. চলো বদলে যাই

২. হাসতে দেখো গাইতে দেখো

৩. কেউ সুখী নয়

৪. ফেরারি এই মনটা আমার

৫. একদিন ঘুম ভাঙা শহরে

৬. বাংলাদেশ

৭. কষ্ট পেতে ভালোবাসি

৮. এখন অনেক রাত

৯. হকার

১০. এই রুপালি গিটার ফেলে

১১. গতকাল রাতে

১২. সেই তারা ভরা রাতে

১৩. মেয়ে তুমি কি দুঃখ চেন

১৪. সাড়ে তিন হাত মাটি

১৫. উড়াল দেবো আকাশে

১৬. কতদিন দেখেনি দু’চোখ

১৭. মনে আছে নাকি নাই

১৮. কার কাছে যাব

১৯. লোকজন কমে গেছে

২০. একটাই মন যখন তখন

২১. এক আকাশের তারা তুই একা গুনিস নে

২২. মন চাইলে মন পাবে

চলচ্চিত্রের গান

১. অনন্ত প্রেম তুমি দাও আমাকে

২. আমি তো প্রেমে পড়িনি

৩. আম্মাজান

৪. সাগরিকা বেঁচে আছি

আইয়ুব বাচ্চু ২০১৮ সালের ১৮ অক্টোবর  মাত্র ৫৬ বছর বয়সে পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন জীবনের ওপারে।

Comments

The Daily Star  | English
Bangladesh alleges border abuse by BSF

Those pushed-in allege torture, abuses in India

A Bangladeshi woman has alleged that India’s Border Security Force (BSF) tied empty plastic bottles to her and her three daughters to keep them afloat, then pushed them into the Feni river along the Tripura border in the dark of night, in a chilling account of abuse at the border.

6h ago