খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে মায়ের মৃত্যু, ছেলে আহত
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় দুর্বৃত্তের গুলিতে এক নারী নিহত ও তার ১০ বছর বয়সী ছেলে আহত হয়েছেন।
গতরাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদা বেগম (৪৫) বাবুছড়া এলাকার সোনামিয়া টিলা ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেকের স্ত্রী।
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আহত মা ও ছেলেকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোর্শেদা বেগমকে মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ‘দুর্বৃত্তরা গতরাত দেড়টার দিকে বাবুছড়া এলাকায় এলোপাতাড়ি গুলি ছুড়েছে। আমরা ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি।’
আহত শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বর্তমানে সে ঝুঁকিমুক্ত আছে বলে জানিয়েছেন দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার।
Comments