মালয়েশিয়ায় রায়হান কবিরের সঙ্গে দেখা করতে পারেননি আইনজীবীরা
মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি তরুণ রায়হান কবিরের সঙ্গে দেখা করতে পারেনি তার আইনজীবীরা।
পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আজ সোমবার দুপুর ২টায় আইনজীবীরা মালয়েশিয়ান ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে গিয়ে রায়হানের সঙ্গে দেখা করতে চাইলে তারা জানান, পরে তারা দেখা করার জন্য তারিখ দেবেন।
রায়হানের আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা (চেম্বারস অফ সুমিতা) এবং সেলভারাজ চিন্নিয়াহ (মেসার্স সিআর সেলভা) দুপুর দেড়টার দিকে জানান, মালয়েশিয়ান পুলিশ ও ইমিগ্রশন বিভাগকে তারা শনিবারই দেখা করার জন্য আবেদন জানিয়েছেন। সে অনুযায়ী আজকে দেখা করতে গেলে তাদের জানানো হয় যে, দেখা করা যাবে না। কবে দেখা করা যাবে জানতে চাইলে কর্তৃপক্ষ তাদের জানিয়েছে, তারা আরেকটি তারিখ দেবে।
সুমিতা জানিয়েছেন, তারা সেই তারিখের অপেক্ষায় আছেন।
আইনজীবীরা দেখা করতে না পারলেও হাইকমিশনের কর্মকর্তারা আজ রায়হানের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে।
রায়হানের আইনজীবী সুমিতা বলেন, ‘রায়হানের পরিবার যেহেতু তাদের নিয়োগ দিয়েছে, কাজেই তারা চান হাইকমিশনের কর্মকর্তারা যেন আইনজীবী হিসেবে তাদের সঙ্গে রাখে। এ ব্যাপারে তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও হাইকমিশনের সহায়তা চেয়েছেন।’
শরিফুল হাসান, ফ্রিল্যান্স রিপোর্টার
Comments