ছবির গেরিলাযোদ্ধা রোজিনা
অভিনেত্রী রোজিনা দীর্ঘ ১৪ বছর পর আবারো অভিনয় ও নির্মাণে ফিরছেন। সরকারি অনুদানে ‘ফিরে দেখা’ শিরোনামের একটি চলচ্চিত্র নির্মাণ করবেন তিনি।
করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেই এই সিনেমার শুটিং শুরু করবেন বলে জানিয়েছেন।
রোজিনা দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘মুক্তিযুদ্ধের সময়কার গল্প নিয়ে এই চলচ্চিত্র। পাকবাহিনী রাজবাড়ি এলাকার একটা বাড়িতে তাণ্ডব চালায়— সেই পটভূমি নিয়ে এই চলচ্চিত্র।’
তিনি আরও বলেন, ‘এই ছবিতে কয়েকটি গুরুত্বপূর্ণ চরিত্র আছে। এর মধ্যে একটিতে আমি অভিনয় করবো। অন্য চরিত্রগুলো এই সময়ের নায়ক-নায়িকারা থাকবে।’
‘ছবিতে দর্শকরা আমাকে গেরিলাযুদ্ধে অংশগ্রহণ করতে দেখবেন। এছাড়া, আরও কিছু চমক থাকবে,’ যোগ করেন ‘জীবন ধারা’-খ্যাত অভিনেত্রী।
রোজিনা সর্বশেষ ২০০৫ সালে নির্মিত ‘রাক্ষুসী’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।
Comments