বান্দরবানে গৃহপরিচারিকাকে হত্যার অভিযোগ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
বান্দরবান শহরের মধ্যম পাড়ায় গৃহপরিচারিকাকে নির্যাতনের পর হত্যার অভিযোগে স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে নিহত গৃহপরিচারিকা রিম্পা পালের পরিবার পুলিশের বিরুদ্ধে মামলা না নেওয়ার অভিযোগ করেছিল।
গত শুক্রবার বিকেলে রিম্পার মৃত্যু হলেও অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেনের মধ্যস্থতায় পুলিশ অভিযুক্ত আসামি দীপা প্রভা এবং তার স্বামী আশিস শর্মাকে ছেড়ে দেয় বলে অভিযোগ করে রিম্পার পরিবার।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘গতকাল রাত ১১টায় মামলা হয়েছে এবং এর পরেই অভিযুক্ত আসামিদের গ্রেপ্তার করা হয়েছে।’
বান্দরবান জেলা প্রশাসন কার্যালয়ের অফিস সহায়ক অভিযুক্ত দীপা প্রভা বলেন, ‘শ্বাসনালীতে ভাত আটকে গিয়েই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে নির্যাতন করিনি।’
‘দীপা প্রভা সাত মাসের অন্তঃসত্ত্বা থাকায় আমরা থাকে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেনের নির্দেশে তার জিম্মায় দিয়েছিলাম,’ বলেন ওসি।
যোগাযোগ করা হলে শামীম হোসেন বলেন, ‘একজন সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় আমরা তাকে ছেড়ে দিতে বলেছিলাম।’
Comments