অনুদান পেল ১৬ চলচ্চিত্র

bfdc-1_0.jpg
করোনাকালে এফডিসি ফাঁকা। ছবি: সংগৃহীত

চলচ্চিত্র নির্মাণে উৎসাহ দিতে প্রতি বছর অনুদান দেয় সরকার। সেই ধারাবাহিকতায় ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রকে সরকারি অনুদান দেওয়া হয়েছে।

গতকাল শনিবার তথ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরকারি অনুদান পাওয়া সিনেমাগুলোর তালিকাও প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়, ২০১৯-২০ বছরে অনুদানপ্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য ১৬টি চলচ্চিত্রের তালিকায় রয়েছে: সাধারণ শাখায় প্রদীপ ঘোষের ‘ভালোবাসা প্রীতিলতা’, ইস্পাহানি আরিফ জাহানের ‘হৃদিতা’, ফজলুল কবীর তুহিনের ‘গাঙকুমারী’, মুশফিকুর রহমান গুলজারের ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’, গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’, সন্তোষ কুমার বিশ্বাসের ‘ছায়াবৃক্ষ’, রওশন আরা রোজিনার ‘ফিরে দেখা’, বদরুল আনাম সৌদের ‘শ্যামা কাব্য’ ও মোস্তাফিজুর রহমান মানিকের ‘আশীর্বাদ'।

এছাড়াও রয়েছে, ইফতেখার শুভর ‘লেখক’ ও মনজুরুল ইসলামের ‘বিলডাকিনী’।

মুক্তিযুদ্ধভিত্তিক শাখায় রয়েছে অনম বিশ্বাসের ‘ফুটবল ৭১’, পংকজ পালিতের ‘একটি না বলা গল্প’ ও এসএ হক অলিকের ‘যোদ্ধা’।

শিশুতোষ শাখায় রয়েছে আওয়াল রেজার ‘মেঘ রোদ্দুর খেলা’ ও নূরে আলম ‘রাসেলের জন্য অপেক্ষা’।

Comments

The Daily Star  | English

2 dead, over 500 houses gutted in Rohingya refugee camp fire

Two people were burnt to death and many others injured in a devastating fire that broke out at a Rohingya refugee camp in Cox’s Bazar’s Ukhiya today

1h ago