চির শয়ানে ‘গ্যাং লিডার’-অভিনেতা রানা হামিদ
চির শয়ানে ‘গ্যাং লিডার’-অভিনেতা রানা হামিদ। গতকাল শনিবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নব্বই দশকে একাধিক ছবিতে কাজ করা এই অভিনেতা অনেকদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন।
শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘নেত্রকোনা সদরে রানা হামিদের পৈতৃক বাড়ি। সেখানে আজ তার দাফন হয়েছে।’
এ বিষয়ে প্রযোজক পরিবেশক সমিতির সহ-সভাপতি কিবরিয়া লিপু দ্য ডেইলি স্টার অনলাইনকে বলেন, ‘কদিন আগেও করোনা নিয়ে তার সঙ্গে আলাপ হচ্ছিল। তখন জানিয়েছিলেন অসুস্থতার কথা। শ্যামলীর একটি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।’
শুধু চলচ্চিত্রে অভিনয় নয়, প্রযোজক ও পরিচালক ছিলেন রানা হামিদ।
তিনি চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ছিলেন। ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত রানা হামিদ ১০টির মতো চলচ্চিত্রে কাজ করেছন। তার প্রথম ছবি ‘ক্ষমতাবান’, দ্বিতীয় ছবি ‘সন্ত্রাসী রাজা’। ‘গ্যাং লিডার’ ছিল তার অভিনীত আলোচিত ছবি।
Comments