এবার অ্যাপে ‘একটি সিনেমার গল্প’

Ritu and Shuvo
আরিফিন শুভ ও ঋতুপর্ণা। ছবি: সংগৃহীত

বেশ কয়েকটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ছবি ‘একটি সিনেমার গল্প’। নায়ক আলমগীর পরিচালিত ছবিটি মুক্তি পায় ২০১৮ সালে। পহেলা বৈশাখ উপলক্ষে আজ থেকে সিনেমাটি দেখা যাবে দেশীয় পাঁচটি স্ট্রিমিং প্ল্যাটফর্মে।

সেগুলো হলো: বাংলাফ্লিক্স, রবিস্ক্রিন, টেলিফ্লিক্স, এয়ারটেলস্ক্রিন ও বিডিফ্লিক্স লাইভ।

ছবির কনটেন্ট পার্টনার বাংলাঢোলের পক্ষ থেকে দ্য ডেইলি স্টার অনলাইনকে জানানো হয়েছে, বাংলাদেশ ও কলকাতার দর্শক এরই মধ্যে ছবিটি বড়পর্দায় দেখেছেন। দর্শকদের কাছে ছবিটির এখনও বেশ চাহিদা রয়েছে। তাদের কথা চিন্তা করে ছবিটি আজ মঙ্গলবার অ্যাপগুলোতে উন্মুক্ত করা হয়েছে।

‘একটি সিনেমার গল্প’-এ অভিনয় করেছেন আরিফিন শুভ, ঋতুপর্ণা, চম্পা, সাদেক বাচ্চু, সাবেরী আলম ও আলমগীর।

Comments

The Daily Star  | English

'Interim govt weakest in history', polls should be held by 2025

BNP Vice President Asaduzzaman Ripon says such a weak govt may put independence and sovereignty at risk, worsen the law and order situation

7m ago